• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

  ২৫ ডিসেম্বর ২০১৭, ১১:৫৯

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। দেশটির রাজধানী কাবুলে জাতীয় গোয়েন্দা সংস্থার ভবনের বাইরে এই হামলার ঘটনা ঘটেছে।

সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, ওই হামলাকারী পায়ে হেঁটে এসে বোমার বিস্ফোরণ ঘটায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, সোমবার সংস্থাটির প্রবেশমুখের কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। হতাহতদের মধ্যে একজন নারীও রয়েছেন। তিনি ঘটনাস্থলের সামনে দিয়ে যাওয়ার সময় এ ঘটনা শিকার হন।

কেউই এখন পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি।

এদিকে এক সপ্তাহ আগেই সংস্থাটির প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালায় জঙ্গিরা। ন্যাশনাল ডিরেক্টরিয়েট ফর সিকিউরিটিতে চালানো ওই হামলার দায় নিয়েছিল ইসলামিক স্টেট। তবে হামলাকারী বড় ধরনের ক্ষতি করার আগেই তাকে হত্যা করতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী।

সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তানে তালেবান ও ইসলামিক স্টেট বেশ কিছু হামলা চালিয়েছে। গেলো এক মাসে দেশটিতে জঙ্গি হামলায় প্রায় ৫০ জন নিহত হয়েছেন। এর মধ্যে নিরাপত্তা বাহিনীর অনেক সদস্যও রয়েছেন। এসব হামলার বেশিরভাগই কাবুলে চালানো হচ্ছে। আর লক্ষ্যবস্তু করা হচ্ছে নিরাপত্তা বাহিনীকে।

এ/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
হামাসের অবস্থানগুলোতে হামলা চালাতে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী
সালমানের বাড়িতে হামলার ঘটনায় গুলিসহ অস্ত্র উদ্ধার
X
Fresh