• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

৬০০ কোটি ডলারে মুক্তি মিলবে প্রিন্স ওয়ালিদের!

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৪ ডিসেম্বর ২০১৭, ১৩:২৬

এবার সৌদি প্রিন্স আল-ওয়ালিদ বিন তালালের কাছে মুক্তির বিনিময়ে ছয়শ কোটি ডলার দাবি করেছে সৌদি কর্তৃপক্ষ। আর্থিক ওই দেন-দরবারের সঙ্গে জড়িত একটি সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

গেলো মাসে দুর্নীতি বিরোধী এক অভিযানে ওয়ালিদসহ বেশ কয়েকজন প্রিন্স, মন্ত্রী, সাবেক মন্ত্রী ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে অনেকেই অর্থের বিনিময়ে মুক্তি পান। ওই তালিকায় আছে প্রিন্স মিতেবেরও নাম। তিনি একশ কোটি ডলার দিয়ে মুক্তি পান।

তবে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে প্রিন্স ওয়ালিদের কাছ থেকেই সবচেয়ে বেশি অর্থ দাবি করা হচ্ছে।

কিন্তু ওই সূত্র জানাচ্ছে, প্রিন্স ওয়ালিদ অর্থের বিনিময়ে মুক্তি নিতে অস্বীকৃতি জানিয়েছেন। বরং রিয়াদের শেয়ার মার্কেটের তালিকাভুক্ত কিংডম হোল্ডিংসের একটি গুরুত্বপূর্ণ শেয়ার দেয়ার প্রস্তাব দিয়েছেন প্রিন্স ওয়ালিদ।

দুর্নীতি বিরোধী অভিযানে গ্রেপ্তারকৃতদের রিয়াদের বিলাসবহুল রিজ কার্লটন হোটেলে দুই মাস ধরে বন্দি করে রাখা হয়েছে।

বিশ্লেষকরা ওই অভিযানকে বর্তমান যুবরাজ মোহাম্মদের ক্ষমতা সুসংহত করার পদক্ষেপ হিসেবে দেখছেন।

তবে রিয়াদ এ ধরনের অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে এসেছে। বরং দুর্নীতিবাজদের কাছ থেকে ১০ হাজার কোটি ডলার উদ্ধারের আশা করছেন তারা।

উল্লেখ্য, ৬২ বছর বয়সী আল ওয়ালিদের মোট সম্পদের পরিমাণ ১ হাজার ৮০০ কোটি ডলার। অ্যাপল ও টুইটারসহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানে বিনিয়োগ রয়েছে বিশ্বের ৫৭তম এই শীর্ষ ধনীর।

এ/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh