• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ট্রাম্প বিশ্বকে পদানত করতে চায়: উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

  ২৩ ডিসেম্বর ২০১৭, ১০:৫৩

প্রেসিডেন্ট ট্রাম্প পুরো বিশ্বকে তাদের পদানত করতে চায় বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযোগ করা হয়েছে। খবর বিবিসির।

সম্প্রতি ট্রাম্প প্রশাসন যে নতুন জাতীয় নিরাপত্তা কৌশলের রূপরেখা তৈরি করেছে, সেটি একটি অপকর্মের দলিল বলেও বর্ণনা করেছেন মন্ত্রণালয়টির একজন মুখপাত্র।

ওই মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রের এই জাতীয় নিরাপত্তা কৌশল আসলে ‘কিছুই না, তবে এটি আগ্রাসনের একটি ঘোষণা’।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেন, ওয়াশিংটন চাইছে উত্তর কোরিয়ার শ্বাসরোধ করে দেশটিকে দমন করতে। আধিপত্য বিস্তারের জন্য কোরীয় উপদ্বীপকে একটি আউটপোস্ট বানাতে চায় ওয়াশিংটন।

এর আগে সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচি যে হুমকি তৈরি করেছে, যুক্তরাষ্ট্রকে তার মোকাবেলা করতে হবে। তবে উত্তর কোরিয়ার অভিযোগ, যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে সর্বশক্তি প্রয়োগ করতে চাচ্ছে।

গত মাসেই প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেন যে উত্তর কোরিয়া রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা করছে। পরমাণু কর্মসূচি এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে গত কয়েক মাস ধরেই উভয় দেশের মধ্যে উত্তেজনা চরম তুঙ্গে রয়েছে।

এ/এএ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
‘অন্য দেশের দৃষ্টি দিয়ে বাংলাদেশের সম্পর্ককে দেখে না যুক্তরাষ্ট্র’
মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র : পররাষ্ট্র মন্ত্রণালয়
টিকটক নিষিদ্ধে বিল পাস যুক্তরাষ্ট্রের
X
Fresh