logo
  • ঢাকা বুধবার, ২১ আগস্ট ২০১৯, ৬ ভাদ্র ১৪২৬

ইথিওপিয়ায় পদদলিত হয়ে ৫২ জনের মৃত্যু

আরটিভি অনলাইন আন্তর্জাতিক ডেস্ক
|  ০৩ অক্টোবর ২০১৬, ১০:২৩ | আপডেট : ০৩ অক্টোবর ২০১৬, ১১:২৬
ইথিওপিয়ার ওরোমিয়া অঞ্চলে সরকারবিরোধী বিক্ষোভে পায়ের নিচে চাপা পরে ৫২ জন মারা গেছেন। আহত হয়েছেন বহু মানুষ। বিবিসি’র প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

bestelectronics
রোববার রাজধানী থেকে ৪০ কিলোমিটার দূরে ওরোমিয়ার বিশোফতো শহরে বর্ষা ঋতুকে বিদায় জানাতে ওরোমা সম্প্রদায়ের ইরিচা অনুষ্ঠানে যোগ দিতে জড়ো হয়েছিল কয়েক হাজার মানুষ।

উৎসবে অংশ নেয়া অনেকে সরকারবিরোধী স্লোগান ও প্রতিবাদের প্রতীক তুলে ধরে । পুলিশও টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছোঁড়ে। এসময় সাধারণ মানুষ ছোটাছুটি শুরু করলে পায়ের নিচে চাপা পড়েন অনেকে।

এতে ৫২ জন মারা গেছেন বলে জানিয়েছে ইথিওপিয়া সরকার। তবে বিক্ষোভকারীদের দাবি, পদদলিত হয়ে প্রায় তিন শ’ মানুশ মারা গেছেন।

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হেইহেলমারিয়াম দেসালেন বলেন, বিক্ষোভকারীরা পরিকল্পিতভাবে এমনটি ঘটিয়েছে।

এ ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে উস্কানিদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

এফএস/ এসজেড

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়