• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

ফিলিস্তিনে পুড়ছে সৌদি রাজতন্ত্র!

আন্তর্জাতিক ডেস্ক

  ১১ ডিসেম্বর ২০১৭, ১৩:০৪

জেরুজালেম নিয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের প্রতি সমর্থন দেয়ার প্রতিবাদে অবরুদ্ধ গাজা উপত্যকার অধিবাসীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সৌদি বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ছবিতে আগুন দিয়েছে।

রোববার গাজাবাসী এক বিক্ষোভে অংশ নিয়ে এভাবেই তাদের ক্ষোভ প্রকাশ করে। খবর পার্সটুডের।

ট্রাম্পের ঘোষণার প্রতিবাদে গাজা শহরে এ বিক্ষোভের ডাক দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী পপুলার ফ্রন্ট।

মুসলমানদের প্রথম কেবলাসমৃদ্ধ শহর জেরুজালেমের প্রতি অবমাননার প্রতিবাদ জানাতে হাজার হাজার গাজাবাসী বিক্ষোভ মিছিলে অংশ নেয়।

বিক্ষোভকারীরা মার্কিন ও ইসরায়েলি পতাকার পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতিতে আগুন দেয়। বিক্ষোভকারী সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের ছবিতেও আগুন জ্বালায়।

ইসরায়েল গোটা জেরুজালেম শহরকে নিজেদের রাজধানী হিসেবে দাবি করে। অন্যদিকে ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের সম্ভাব্য রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখতে চায়।

গাজা উপত্যকায় অনুষ্ঠিত বিক্ষোভে পপুলার ফ্রন্টের শীর্ষস্থানীয় নেতা জামিল মাজহার বলেন, আল কুদস হচ্ছে ফিলিস্তিনের চিরন্তন রাজধানী। এই নগরীর এক ইঞ্চি ভূমিও ইসরায়েলকে দেয়া হবে না।

এসময় বিক্ষোভকারীরা ‘সৌদি রাজতন্ত্র ধ্বংস হোক’লেখা প্ল্যাকার্ড বহন করে।

এ/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন শর্তে ইসরায়েলকে স্বীকৃতি দেবে সৌদি
যুক্তরাষ্ট্রে ইসরায়েল বিরোধী ছাত্র বিক্ষোভে পুলিশের বর্বরতা
গাজা ইস্যুতে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিলো তুরস্ক
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা কলম্বিয়ার প্রেসিডেন্টের
X
Fresh