• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী দাবি আরব লিগের

আন্তর্জাতিক ডেস্ক

  ১০ ডিসেম্বর ২০১৭, ২২:৫৫

জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানীর স্বীকৃতির দাবি করেছেন আরব দেশগুলোর প্রতিনিধিত্বকারী ২২টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। এমন খবর জানিয়েছে বিবিসি।

যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর কায়রোতে এক জরুরি বৈঠকে আরব লিগ জানায়, মার্কিন সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যে শুধু সহিংসতাই বাড়বে।

জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী স্বীকৃতি দেয়ার জন্য তারা বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান।

অপরদিকে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতিদানে প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে লেবাননের রাজধানী বৈরুতে মার্কিন দূতাবাসের কাছে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।

বিক্ষোভকারীরা দূতাবাস অভিমুখী এক সড়কে লোহার গেট খুলে ফেলার চেষ্টা করলে পুলিশ তাদের ওপর টিয়ার গ্যাস ছোড়ে এবং জলকামান ব্যবহার করে।

উল্লেখ্য, এ শহরটি পৃথিবীর প্রধান তিন ধর্ম ইসলাম, খ্রিষ্টান ও ইহুদি ধর্মের অন্যতম প্রধান পুণ্যস্থান। ধর্মগুলোর সাথে এ শহরটি কয়েক হাজার বছরের ঐতিহ্য সম্পৃক্ত।

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতিতে শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে তীব্র সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। এমনকি মার্কিন মিত্র ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও জাপান এই ঘোষণাকে অসহযোগিতামূলক হিসেবে বর্ণনা করেছে।

নিরাপত্তা পরিষদের সদস্যরাষ্ট্র ১৫টি। শুক্রবারের বৈঠকে ১৪টি রাষ্ট্রের সমালোচনার তীরে বিদ্ধ হয়েছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন কর্তৃপক্ষ এবারই প্রথম মিত্র ইসরায়েলকে রক্ষার চেষ্টা করছে না। এর আগেও বহুবার ইসরায়েলের পক্ষে সাফাই গেয়েছে।

এছাড়া জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি রোববার বলেন, জেরুজালেম ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পই সঠিক, যা সময় আসলে সবাই বুঝতে পারবেন।

এপি/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে ঝড়ে নারীর মৃত্যু, আহত ৭
ঝড় ও বজ্রপাতে মা-ছেলেসহ ৯ জনের মৃত্যু
রাজধানীতে বজ্রসহ শিলাবৃষ্টি
‘ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে’
X
Fresh