• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

ফের ক্যালিফোর্নিয়ায় দাবানল

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৭ ডিসেম্বর ২০১৭, ১৩:৩৫

আমেরিকার দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বনাঞ্চলে মঙ্গলবার থেকে ফের ছড়িয়ে পড়েছে দাবানল। ভয়াবহ ওই দাবানলের কারণে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে হাজার হাজার মানুষ। এ নিয়ে মাত্র দুই মাসেরও কম সময়ের মধ্যে ওই অঞ্চলে দুটি দাবানলের ঘটনা ঘটলো। খবর দ্য লস এঞ্জেলস।

দাবনলে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য ভেনচুরা কাউন্টির শত শত বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে। দাবানলে আগুন ছড়িয়ে পড়ায় মঙ্গলবার হাজার হাজার বাসিন্দা নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। পুড়ে গেছে বহু গাছপালা।

দাবানল শুরু হওয়ার মাত্র ১৯ ঘণ্টার মধ্যে আগুন ছড়িয়ে পড়েছে ভেনচুরা কাউন্টির ৭০ বর্গমাইল এলাকা জুড়ে। ভেনচুয়ারা শহরের এক চতুর্থাংশের বেশি এলাকার লোকজনকে ঘরবাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন কর্তৃপক্ষ।

আগুন নেভাতে সেখানে কাজ করছে দমকল বাহিনীর ১ হাজারের বেশি সদস্য। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে তারা হিমশিম খাচ্ছে বলে জানিয়েছেন অগ্নি নির্বাপক বিভাগের এক কর্মকর্তা। ওই এলাকার কমপক্ষে পাঁচটি স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে গোটা এলাকা।

ক্যালিফোর্নিয়ার গভর্নর জেরি ব্রাউন ওই এলাকায় জরুরি অবস্থা জারি করেছেন। এক বিবৃতিতে ব্রাউন বলেন, আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে এবং বিপজ্জনক হয়ে উঠেছে। কিন্তু আমরা দাবানলের আগুন থেকে লোকজনকে রক্ষা করতে সব ধরনের প্রচেষ্টা কাজে লাগাচ্ছি।

আড়াই লাখের বেশি বাড়ি-ঘর বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। ভেনচুরা কাউন্টির সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

দাবানলের কারণ হিসেবে বলা হয়েছে, গত তিন মাসের অনাবৃষ্টি আর প্রবল বাতাসের কারণে ক্যালিফোর্নিয়ায় নতুন করে দাবদাহ শুরু হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত অক্টোবরের মাঝামাঝিতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে ৩৫ জন নিহত হয়। পুড়ে যায় সাড়ে তিন হাজারের বেশি বাড়ি ও ব্যবসায়ীক প্রতিষ্ঠান। বিনষ্ট হয়েছিল হাজার হাজার হেক্টর জমির ফসল।

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলবিরোধী বিক্ষোভ, স্নাতক অনুষ্ঠান বাতিল করল সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
ক্যালিফোর্নিয়ায় অজ্ঞাত বন্দুকধারীদের গুলি, নিহত ৪
X
Fresh