• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

৩ তালাকের সাজা ৩ বছর দণ্ড!

আন্তর্জাতিক ডেস্ক

  ০২ ডিসেম্বর ২০১৭, ২৩:২৫

তাৎক্ষণিক তিন তালাক নিয়ে তৈরি হয়ে গেছে ভারতের কেন্দ্রীয় সরকারের খসড়া। সংসদের শীতকালীন অধিবেশনেই পেশ করা হচ্ছে এই বিল। যে খসড়ায় জানানো হবে, যারা ৩ তালাক দেবেন তাদের ৩ বছরের সাজা ভুগতে হবে। একটি জামিন অযোগ্য ধারা যুক্ত হতে চলেছে এতে।

ভারতীয় সংবাদমাধ্যমে টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী কেন্দ্রীয় সরকার এই খসড়া তৈরি করেই তা রাজ্যগুলির কাছে পাঠাতে চলেছে। যদিও এই নতুন আইন জম্মু ও কাশ্মীরের জন্য প্রযোজ্য নয়।

‘মুসলিম উইমেন প্রটেকশন অব রাইটস অন ম্যারেজ বিল’ নামের এ খসড়া আঞ্চলিক সরকারগুলোর কাছে পাঠানো হচ্ছে তাদের মতামতের জন্য।

এতে সুস্পষ্টভাবে তিন তালাক নিষিদ্ধ করার বিধান থাকবে। এছাড়াও স্ত্রীর ভরণপোষণ এবং সন্তানদের লালন-পালনের দায়িত্বের বিষয়েও সুস্পষ্ট নির্দেশনা থাকবে।

চলতি বছরে দেশটির সুপ্রিম কোর্ট ৬ মাসের জন্য তিন তালাক প্রক্রিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। আর সেই সময়তেই কেন্দ্রীয় সরকারকে এ বিষয়ে এক নতুন আইন আনার কথা জানানো হয় সুপ্রিম কোর্টের পক্ষ থেকে।

এর আগে তাৎক্ষণিক তিন তালাক তথা তালাক-এ বিদাত প্রথাকে অসাংবিধানিক ঘোষণা করেন সুপ্রিমকোর্ট।

তিন তালাক ইস্যুতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের বিষয় নিয়ে বিতর্ক কম হয়নি। এমনকি, সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে তিন তালাক প্রথায় আদালতের হস্তক্ষেপ ঠেকানোর শেষ চেষ্টা করেছিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি)।

এর আগে, এই ইস্যুতে মোট ১৭৭টি অভিযোগ পেয়েছে দেশটির সরকার।

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শহরের চেয়ে গ্রামে বিয়ে-তালাক বেশি
দেশে তালাকের সঙ্গে বিচ্ছেদও কমেছে
তালাক দেওয়ায় শরীরে আগুন, স্বামীর পর মারা গেলেন স্ত্রী
তালাক দেওয়ায় নারী চিকিৎসকের গায়ে পেট্রোল ঢেলে আগুন
X
Fresh