• ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের ১৫ কর্মকর্তাকে অপহরণের অভিযোগ হুতিদের বিরুদ্ধে 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৮ জুন ২০২৪, ০৫:০৪
যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের ১৫ কর্মকর্তাকে অপহরণের অভিযোগ হুতিদের বিরুদ্ধে 
ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের ১৫ জন কর্মকর্তাকে অপহরণ করার অভিযোগ উঠেছে ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতির যোদ্ধাদের বিরুদ্ধে।

শুক্রবার (৭ জুন) বার্তাসংস্থা রয়টার্সকে এই অপহরণের বিষয়ে জানিয়েছেন ইয়েমেন সরকারের তিন কর্মকর্তা।

ইয়েমেন সরকারের ওই তিন কর্মকর্তা রয়টার্সকে জানান, বৃহস্পতিবার (৬ জুন) অভিযান চালিয়ে হুতি বিদ্রোহীরা জাতিসংঘের ৯ জন কর্মকর্তা, যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) তিনজন কর্মকর্তা ও স্থানীয় মানবাধিকার দলের তিনজনকে ধরে নিয়ে যায়।

হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা নিয়ন্ত্রণ করে এবং দেশটির উত্তরের বিশাল অংশ তাদের দখলে রয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন বাড়ি এবং অফিসে অভিযান চালায় তারা। তুলে নিয়ে যাওয়ার সময় ওই কর্মকর্তাদের ফোন এবং কম্পিউটারও জব্দ করে হুতি যোদ্ধারা।

তবে ঘটনার সত্যতা নিশ্চিতে রয়টার্সের পক্ষ থেকে জাতিসংঘ এবং এনডিআই’র সঙ্গে যোগাযোগ করা হলে বিষয়টি নিয়ে তারা কোনো মন্তব্য করেনি। এছাড়া হুতি বিদ্রোহীদের মুখপাত্রও কিছু বলতে রাজি হননি।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে ডেকে ঢাকার অসন্তোষ
নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে লস অ্যাঞ্জেলেসের দাবানল, মৃত বেড়ে ২৪
পাঁচদিনেও নিয়ন্ত্রণে আসেনি লস অ‍্যাঞ্জেলেসের দাবানল, বাস্তুহারা লক্ষাধিক মানুষ
যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ