• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

ঈদের চাঁদের ছবি প্রকাশ করল আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ জুন ২০২৪, ১৭:০৩
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র (আইএসি) ১৪৪৫ হিজরি সনের জিলহজ মাসের অর্ধ চন্দ্রের ছবি প্রকাশ করেছে। গতকাল এই চাঁদ ওঠার মাধ্যমে মধ্যপ্রাচ্যের বেশির ভাগ দেশে শুক্রবার (৭ জুন) থেকে শুরু হয়েছে জিলহজ মাস।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এসংস্থাটি ছবিটি প্রকাশ করেছে। এরমাধ্যমে অন্ধকার আকাশে চাঁদটি অপরূপভাবে ফুটে ওঠার দৃশ্য প্রতিফলিত হয়েছে।

শুক্রবার (৭ জুন) গ্রিনিচ সময় অনুযায়ী সকাল ৬টায় আমিরাতের আবুধাবির জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণাগার থেকে চাঁদটির ছবিটি তোলা হয়েছে। চাঁদটি সূর্য থেকে প্রায় ১১ ডিগ্রি দূরে ছিল। উল্লেখযোগ্য যে, পৃষ্ঠতলে চাঁদটির স্থায়ীত্ব ছিল ১৫ দশমিক ৭ ঘণ্টা।

জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে ঈদুল আজহার পাশাপাশি হজের দিনও নির্ধারিত হয়ে থাকে। গতকাল সৌদি আরবে যেহেতু চাঁদ দেখা গেছে তাই এবার হজ হবে ১৫ জুন শনিবার। এদিন হাজিদের লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাই ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান। হজ শেষে পরের দিন ১৬ জুন রোববার সৌদিতে উদযাপিত হবে ঈদুল আজহা।

সূত্র: গালফ নিউজ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
আমিরাতের ভিসা উন্মুক্ত হবে ফেব্রুয়ারিতে: ইউএই রাষ্ট্রদূত
ফের চট্টগ্রামে আসছে সেই পাকিস্তানি জাহাজ, এবার যেসব পণ্য থাকতে পারে
আমিরাতে চলতি বছর সাধারণ ক্ষমা পেয়েছেন ৫০ হাজার বাংলাদেশি