• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানসহ ৫ দেশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ জুন ২০২৪, ১১:০৪
জাতিসংঘ
ছবি: সংগৃহীত

পাকিস্তানসহ পাঁচটি দেশ জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হয়েছে। দুই বছরের জন্য নির্বাচিত হয়েছে দেশগুলো। ২০২৫ সালের প্রথম দিন থেকে দায়িত্ব পালন করবে এই পাঁচ রাষ্ট্র।

পাকিস্তান বাদে নির্বাচিত দেশগুলা হচ্ছে– সোমালিয়া, পানামা, ডেনমার্ক ও গ্রিস। দেশগুলো জাপান, ইকুয়েডর, মাল্টা, মোজাম্বিক ও সুইজারল্যান্ডের স্থলাভিষিক্ত হলো। এশিয়া আসনে জাপানের স্থলাভিষিক্ত হয়েছে পাকিস্তান। এশিয়া আসনে জাপানের স্থলাভিষিক্ত হয়েছে পাকিস্তান।

শুক্রবার (৭ জুন) এমনটা জানিয়েছে বার্তা সংস্থা এপি।

মঙ্গলবার ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে নতুন সদস্য নির্বাচনে ভোটাভুটি হয়। ডেনমার্ক পায় ১৮৪ ভোট, পানামা ১৮৩ ভোট, গ্রিস ও পাকিস্তান ১৮২ ভোট এবং সোমালিয়া পেয়েছে ১৭৯ ভোট।

নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য হলো যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্র; যাদের ভেটো ক্ষমতা রয়েছে। বাকি ১০ অস্থায়ী সদস্য ভোটাভুটিতে দুই বছরের জন্য নির্বাচিত হয়।

মন্তব্য করুন

  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাপপ্রবাহ মহামারির চেহারা নিতে চলেছে: জাতিসংঘ
বিশ্বজুড়ে মহামারির রূপ নিচ্ছে তাপপ্রবাহ: জাতিসংঘ
সহিংসতার ঘটনার স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্ত চায় জাতিসংঘ
কোটা আন্দোলনে সহিংসতা নিয়ে প্রতিক্রিয়া জানাল জাতিসংঘ