• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

রাফায় হামলা বন্ধে ইসরায়েলকে হুমকি ইইউ’র

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ মে ২০২৪, ০৫:৫৫
গাজা, ইসরায়েলকে হুমকি, ইউরোপীয় ইউনিয়ন
ছবি: সংগৃহীত

গাজার রাফায় হামলা বন্ধে ইসরায়েলকে হুমকি দিল ইউরোপীয় ইউনিয়ন(ইইউ) ইউরোপের ২৭ দেশের এই জোট ইসরায়েলকে সতর্ক করে বলেছে, রাফায় হামলা বন্ধ না করলে ইইউর সঙ্গে ইসরায়েলের সম্পর্কের অবনতি ঘটবে খবর এএফপি

বুধবার (১১ মে) ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেলের দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলকে হুমকি দেওয়া হয় বিবৃতিতে বলা হয়, ইসরায়েল রাফায় সামরিক অভিযান অব্যাহত রাখলে অনিবার্যভাবে ইসরায়েলের সঙ্গে ইইউর সম্পর্কের ওপর ব্যাপক প্রভাব পড়বে

বিবৃতিতে ইইউ আরও বলেছে, রাফায় অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে ইসরায়েলকে আহ্বান জানাচ্ছে ইইউ এই অভিযান বন্ধ না হলে গাজায় মানবিক ত্রাণসহায়তা কার্যক্রম আরও বেশি ব্যাহত হবে এতে নতুন করে বিপুলসংখ্যক মানুষ উদ্বাস্তু হবে, দেখা দেবে দুর্ভিক্ষ মানুষের দুর্দশা আরও বাড়বে

বিবৃতিতে ইইউ বলেছে, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার থাকলেও তাদের সেটা (সামরিক অভিযান) করতে হবে আন্তর্জাতিক আইন মেনে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করে

সাত মাসের বেশি সময় ধরে গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এতে ফিলিস্তিনের অবরুদ্ধ এই উপত্যকার ২৩ লাখ বাসিন্দার প্রায় অর্ধেক গাজার দক্ষিণের রাফায় ঠাঁই নিয়েছেন এসব ফিলিস্তিনিকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়ে সম্প্রতি রাফায় স্থল অভিযান শুরু করে ইসরায়েল এমন পরিস্থিতিতে রাফায় হামলা বন্ধে ইসরায়েলকে এভাবে হুমকি দিল ইউরোপীয় ইউনিয়ন

অন্যদিকে, সাত মাসের বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের বর্বর হামলায় নিহত হয়েছেন ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি এই আগ্রাসনে নিহতদের বেশিরভাগই নারী শিশু এবার জাতিসংঘও এই তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি বলছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনিদের অন্তত ৫৬ শতাংশই নারী শিশু

মন্তব্য করুন

  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজায় যুদ্ধ বন্ধ না হলে চুপ করে থাকব না: কমলা হ্যারিস
মেট্রো স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে
পুলিশকে টার্গেট করেই হামলা-ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে: ডিবিপ্রধান
তারেক রহমানের নির্দেশেই রাষ্ট্রের ওপর হামলা: পররাষ্ট্রমন্ত্রী