• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

রাশিয়ায় সেতু থেকে নদীতে বাস পড়ে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১১ মে ২০২৪, ১০:২০
ছবি: সংগৃহীত

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে সেতু থেকে যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। এতে আরও ছয়জন আহত হয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, স্থানীয় সময় শুক্রবার (১০ মে) বিকেলে পিটার্সবার্গের একটি সেতু পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস রেলিং ভেঙে মইকা নদীতে পড়ে যায়। এতে বাসটি পুরোপুরি ডুবে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধারে কাজ শুরু করে স্থানীয় কর্তৃপক্ষ।

রুশ তদন্তকারী কমিটি জানিয়েছে, বাস দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছে ছয়জন। ওই বাসে ২০ জনের মতো যাত্রী ছিল।

কর্তৃপক্ষের প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বাসটি আচমকা দিক পরিবর্তন করে এবং সেতুর রেলিং দিয়ে বিধ্বস্ত হয়ে পানিতে প্রায় সম্পূর্ণ ডুবে যায়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, পথচারীরা পানিতে ঝাঁপ দিয়ে যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছে। রুশ জরুরি সেবা মন্ত্রণালয় বলেছে, দুর্ঘটনার পর উদ্ধার অভিযান শেষ হয়েছে।

দুর্ঘটনার কারণ জানা না গেলেও জিজ্ঞাসাবাদের জন্য বাসের চালককে আটক করেছে পুলিশ।

মন্তব্য করুন

  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এতিম হয়ে গেল গুলিতে নিহত কামালের ৩ সন্তান
লক্ষ্মীপুরে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত বেড়ে ২ 
লক্ষ্মীপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
নিহত ও আহতদের জন্য দোয়া করবে আ.লীগ