• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

‘মানসিক ভারসাম্য হারিয়েছেন নেতানিয়াহু’

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ এপ্রিল ২০২৪, ১০:০৬
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহ। ফাইল ছবি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহ।

সোমবার (১ এপ্রিল) সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানি কনস্যুলেটে হামলার প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেছেন তিনি। একইসঙ্গে হামলায় ইরানের বিপ্লবী গার্ডের একজন সিনিয়র কমান্ডারসহ কয়েকজন কূটনীতিক মারা যাওয়ার ঘটনায় ইসরায়েলের ওপর বড় ধরনের প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে দেশটির পক্ষ থেকে।

মঙ্গলবার (২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

ইসরালেয়ের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনের গাজায় ধারাবাহিক ব্যর্থতা এবং নিজের ইহুদিবাদী লক্ষ্য অর্জনে ব্যর্থতার কারণে বেনিয়ামিন নেতানিয়াহু সম্পূর্ণরূপে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। সিরিয়ার ওপর সবশেষ চালানো এ হামলার মাধ্যমে সমস্ত কূটনৈতিক নিয়ম এবং আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

এদিকে ইরানি কনস্যুলেটে ইসরায়েলি হামলার প্রতিশোধ নেওয়ার ইঙ্গিত দিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে কী ধরনের ‘প্রতিক্রিয়ামূলক শাস্তি’ প্রয়োজন, সে ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত নেবে ইরান।

প্রসঙ্গত, সোমবার (১ এপ্রিল) সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি কনস্যুলেটের এনেক্স ভবনে ভয়াবহ এক বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় ইরানের বিপ্লবী গার্ডের একজন কমান্ডারসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে খবর দ্য গার্ডিয়ানের।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, ইসরায়েলি হামলায় ইরানের কনস্যুলেট ভবনটি পুরোপুরি ধসে গেছে এবং ভবনের ভেতর যারা ছিলেন তাদের সবাই আহত অথবা নিহত হয়েছেন।

লেবাননের একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে, দামেস্কে ইসরায়েলের সবশেষ হামলায় নিহতদের মধ্যে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সিনিয়র কমান্ডার মোহাম্মদ রেজা জাহেদি রয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে দাবি করা হয়েছে, বেশ কয়েকজন ইরানি কূটনীতিকও নিহত হয়েছেন এ হামলায়।

এর আগে গত সপ্তাহে সিরিয়ার আরেকটি বড় হামলা চালিয়েছিল ইসরায়েল। ওই হামলায় ৫৩ জন নিহত হন। যার মধ্যে ৩৮ সিরীয় সেনা এবং হিজবুল্লাহর ৭ যোদ্ধা ছিলেন।

এদিকে ইসরালের এসব হামলার ফলে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে জোরদার হামলার পরিকল্পনা করছে তেহরান ও তার মিত্ররা।

মন্তব্য করুন

Radhuni
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাঙ্গামাটিতে গলায় ফাঁস দিয়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির আত্মহত্যা
হোয়াইট হাউজে বাইডেন ও নেতানিয়াহুর বৈঠক
হাসপাতালে ভর্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী
মানসিক ভারসাম্যহীন হালিম নিখোঁজ, হন্যে হয়ে খুঁজছে পরিবার