• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

স্পেনে বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল

আরটিভি নিউজ

  ২৯ মার্চ ২০২৪, ১৫:১৮
প্রেসক্লাব
সংগৃহীত

বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের উদ্যোগে স্পেনের বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

মাদ্রিদের স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সরোয়ার মাহমুদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মসজিদের সভাপতি খোরশেদ আলম মজুমদার, দূতাবাসের কাউন্সিলর মুতাসিমুল ইসলাম, বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির।

রাষ্ট্রদূত সরোয়ার মাহমুদ তার বক্তব্যে বলেন, প্রবাসে বাংলাদেশের সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে বাংলাদেশের মানুষ যেমন স্পেন ও স্পেন প্রবাসী বাংলাদেশিদের সম্পর্কে জানতে পারছেন। তেমনিভাবে প্রবাসী বাংলাদেশি তথা বিদেশিরা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি সম্পর্কে জানতে পারছেন। সংবাদকর্মীদের সকল ইতিবাচক কর্মকাণ্ডে দূতাবাস সবসময় তাদের পাশে থাকবে বলে রাষ্ট্রদূত আশ্বস্ত করেন।

ইফতার মাহফিলে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন আঞ্চলিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পানছড়ি প্রেসক্লাবের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি
রাজধানীতে বেনজীর-মতিউরের কুশপুত্তলিকা দাহ
প্রেসক্লাব কোম্পানীগঞ্জের স্মরণিকার মোড়ক উন্মোচন করলেন ওবায়দুল কাদের
বঙ্গবন্ধুর হাতে গড়া নোয়াখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন