• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

কার্বন নিঃসরণ কমাতে যুক্তরাষ্ট্রের নতুন লক্ষ্যমাত্রা

ডয়েচে ভেলে

  ২১ মার্চ ২০২৪, ২৩:৫৮
কার্বন
সংগৃহীত

কার্বন নিঃসরণ কমানোর নতুন নীতিমালা ঘোষণা করেছে জো বাইডেন প্রশাসন৷ বিশ্লেষকদের একাংশ মনে করেন, সংশোধিত এই নীতিমালা যুক্তরাষ্ট্রের গাড়ি শিল্পকে ইলেকট্রিক গাড়ি শিল্পে রূপান্তরের প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে৷

নতুন নীতিমালায় গাড়ি এবং ট্রাকের জন্য নির্ধারিত দূষণ-মান অবশ্য হোয়াইট হাউসের সাম্প্রতিক প্রস্তাবের মতো হয়নি৷ হোয়াইট হাউস ২০৩২ সালের মধ্যে নিঃসরণ কমাতে আরো কঠিন কর্মপরিকল্পনার প্রস্তাব দিয়েছিল৷ যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্য, বিশেষ করে মিশিগান রাজ্যের গাড়ি শিল্প কারখানা এবং কারখানার কর্মীরা ইলেকট্রিক গাড়ি প্রস্তুতের হার বৃদ্ধির লক্ষ্যমাত্রা শিথিল করার দাবি জানিয়ে আসছিল৷ তাদের দাবির মুখে পরে ২০৩২ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের গাড়ি শিল্পকে অন্তত ৩৫ শতাংশ ইলেকট্রিক গাড়ি প্রস্তুতের সক্ষমতা অর্জনের লক্ষ্যমাত্রা ঠিক করে দেয় পরিবেশ রক্ষা সংস্থা-ইপিএ৷

আগের প্রস্তাবে ২০৩২ সালের মধ্যে মোট গাড়ির অন্তত ৬৭ শতাংশ বৈদ্যুতিক করার কথা বলেছিল তারা৷ দাবির মুখে শিথিল করা প্রস্তাবে ইপিএ আরো বলেছে, কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমানোর জন্য হাইব্রিড, অর্থাৎ তেল এবং বিদ্যুতে চলে এমন গাড়িও বাড়ানো যেতে পারে৷ ইপিএ-র প্রধান মাইকেল রিগান মনে করেন, এমন প্রযুক্তি-নিরপেক্ষ পরিকল্পনা অনুযায়ী কাজ করলে পরিবেশ দূষণ হ্রাস যদি সম্ভব না-ও হয়, দূষণের বর্তমান মাত্রা অন্তত ধরে রাখা যাবে৷

তিন বছর আগে জো বাইডেন ২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে অন্তত ৫০ ভাগ বৈদ্যুতিক গাড়ি তৈরির লক্ষ্যমাত্রা স্থির করেছিলেন৷ আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হলে সেই লক্ষ্যমাত্রার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে৷

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খোঁজ মিলল ৩৭০০ বছরের পুরোনো লিপস্টিকের
X
Fresh