• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সাবেক কর্মীর কাছে হারলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৪ মার্চ ২০২৪, ১০:১১
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে রিপাবলিকান দলের মনোনয়নের প্রাইমারি নির্বাচনে সাবেক কর্মীর কাছে হেরেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারিতে এ প্রথম ট্রাম্পকে হারালেন নিকি হ্যালি।

সোমবার (৪ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে আরও বলা হয়, ওয়াশিংটন ডিসির প্রাইমারিতে জাতিসংঘের সাবেক এ রাষ্ট্রদূত ৬২.৯ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে, ট্রাম্প পেয়েছেন ৩৩.২ শতাংশ ভোট।

জানা গেছে, ট্রাম্পের বিরুদ্ধে জয় পেলেও নিকি হ্যালি তার নিজ অঙ্গরাজ্য সাউথ ক্যারোলিনাতেও হেরে গেছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে নিকিই প্রথম নারী, যিনি রিপাবলিকান দলের কোনো প্রাইমারিতে জয়ী হলেন। তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে আছেন ট্রাম্প। তা সত্ত্বেও হাল ছাড়তে রাজি নন নিকি হ্যালি। তিনি ট্রাম্পের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে এটা অনেকটাই নিশ্চিত আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবার ডেমোক্রেটিক দলের জো বাইডেনের মুখোমুখি হতে চলেছেন ট্রাম্প।

নিকি হ্যালির ক্যাম্পেইন বিষয়ক মুখপাত্র অলিভিয়া পেরেজ-কিউবাস বলেছেন, ‘এটা আশ্চর্যের কিছু নয় যে, ওয়াশিংটনে ট্রাম্পের সবচেয়ে কাছের রিপাবলিকানরা তাকে ও তার সমস্ত বিশৃঙ্খলাকে প্রত্যাখ্যান করছে।’

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে ভোট দিতে গিয়ে হিটস্ট্রোকে ৫ জনের মৃত্যু
গাজা ইস্যুতে পদত্যাগ করলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা
যুক্তরাষ্ট্র ও চীনের উচিত অংশীদার হওয়া, শত্রু নয়: শি জিনপিং
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার
X
Fresh