• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

জার্মানিতে চারজনকে হত্যার পর সেনা সদস্যের আত্মসমর্পণ

ডয়েচে ভেলে

  ০১ মার্চ ২০২৪, ২৩:৫৮
আত্মসমর্পণ
সংগৃহীত

জার্মানির লোয়ার স্যাক্সনি পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, চারজন বেসামরিক নাগরিককে গুলি করে হত্যার পর এক সেনাসদস্য আত্মসমর্পণ করেছেন৷ নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে৷

উত্তর জার্মানির রাজ্য লোয়ার স্যাক্সনিতে জার্মানির সেনাবাহিনী বুন্ডেসভেয়ারের এক সৈন্য রাতে গুলি চালিয়ে চারজনকে হত্যা করেছে বলে সন্দেহ করছে পুলিশ ও সরকারি কৌঁসুলিরা৷ রোটেনবুর্গ পুলিশ ও ফের্ডেনে কৌঁসুলির কার্যালয় থেকে ইস্যু করা একটি যৌথ বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার সকালে দুইটি স্থান থেকে চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে৷ এর মধ্যে এক শিশুর মরদেহও রয়েছে৷

বিবৃতি অনুযায়ী, দুটি আবাসিক এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটে৷ এরমধ্যে একটি ঘটেছে ভেস্টারফেসেডেতে, অন্যটি বোথেলে৷ কর্তৃপক্ষ বিবৃতিতে আরও বলেছে, বর্তমান সন্দেহভাজন বুন্ডেসভেয়ার সৈন্য অপরাধ ঘটানোর কিছুক্ষণ পরই আত্মসমর্পণ করেন এবং পুলিশ কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করেন৷ এই ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে বিবৃতিতে৷ অপরাধীর উদ্দেশ্য নিশ্চিত হতে পারেনি পুলিশ এবং প্রসিকিউটররা৷

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামিন বাতিল, রাখিকে আত্মসমর্পণের নির্দেশ আদালতের
‘আব্বা বাহিনী’র আফতাবকে আত্মসমর্পণের নির্দেশ
জামিন পেলেন ট্রান্সকমের শীর্ষ তিন কর্তা
মাকে মারধর, ছেলেকে কুপিয়ে হত্যা করে বাবার আত্মসমর্পণ 
X
Fresh