• ঢাকা বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

মার্কিন ভোটোতে ফের ভেস্তে গেল গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৫
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
ফাইল ছবি

জাতিসংঘে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটোতে আবারও ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির প্রস্তাব ভেস্তে গেছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি তুলে আলজেরিয়া। এরপর প্রস্তাবটির বিষয়ে ভোটাভুটি হয়।

ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ভোট দেয় নিরাপত্তা পরিষদের ১৩টি দেশ। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তাবে ভেটো দেয়। ওয়াশিংটন বলেছে, ‘আলজেরিয়ার প্রস্তাবিত এই খসড়া যুদ্ধের অবসানের জন্য আলোচনাকে বিঘ্নিত করবে’।

হামাস ও ইসরাইলের মধ্যকার সংঘাত শুরু হওয়ার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ওঠা যুদ্ধবিরতির প্রস্তাবে এটি যুক্তরাষ্ট্রের তৃতীয় ভেটো। অন্যদিকে ভোটদানে বিরত ছিল যুক্তরাজ্য।

ভোটাভুটির আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলজেরিয়ার দূত আমার বেন্ডজামা বলেন, এই প্রস্তাব হলো ফিলিস্তিনিদের জীবনের অধিকারের প্রতি সমর্থন।

অন্যদিকে প্রস্তাবে ভেটো দিয়ে ওয়াশিংটনের দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেন, হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনা চলমান অবস্থায় যুদ্ধবিরতির আহ্বান জানানোর জন্য এটি সঠিক সময় নয়। সূত্র: বিবিসি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাফায় ইসরায়েলি হামলা আরও জোরদার, বাস্তুচ্যুত ৬ লাখ মানুষ
রাফায় হামলা বন্ধে ইসরায়েলকে হুমকি ইইউ’র
লু’র সঙ্গে যেসব বিষয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্রমন্ত্রীর
বিশ্বাস পুনর্নির্মাণের জন্য আমি বাংলাদেশ সফর করছি: লু
X
Fresh