• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

পাকিস্তানে স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে বিস্ফোরণ, ঝরে গেল ২৫ প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:০৫
বেলুচিস্তানের পিশিন শহরে আসফান্দ ইয়ার খান কাকার নামে এক স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে
সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের পিশিন শহরে আসফান্দ ইয়ার খান কাকার নামে এক স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে অন্তত ২৫ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও ৩০ জন।

বুধবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে পিশিনের খাজোনি এলাকায় এই বিস্ফোরণ ঘটেছে বলে নিশ্চিত করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ। বিস্ফোরণের সময় কার্যালয়ে ছিলেন না আসফান্দ। ফলে সৌভাগ্যক্রমে অক্ষত আছেন তিনি।

এ ঘটনায় আহতও হয়েছেন অনেকে। তাদের সবাইকে খানোজাই তেহসিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের অধিকাংশের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ড. হাবিব।

প্রসঙ্গত, আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে পাকিস্তানজুড়ে শুরু হবে ১৬তম সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এ নির্বাচন ঘিরে বেশ কয়েক মাস ধরেই উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে দেশটিতে। গত কিছুদিনে যা সহিংসতায় রূপ নিয়েছে। সর্বশেষ ভোটের আগের দিন প্রাণহানির এমন ঘটনায় আরও এক ধাপ চড়ল নির্বাচন ঘিরে উত্তেজনার পারদ।

পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) ইতোমধ্যে এ ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়ে বেলুচিস্তানের শীর্ষ সচিব এবং পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) তলব করেছে।

হামলার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অবিলম্বে আইনের আওতায় আনতে বেলুচিস্তান পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসিপির এক কর্মকর্তা।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৯৯৯-এ জানানো যাবে উপজেলা নির্বাচনের অভিযোগ
এবার ঝিনাইদহ উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন হিরো আলম
ভারতকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির খসড়া সূচি পাকিস্তানের
ছাড় পাচ্ছেন না স্বজনকে প্রার্থী করা মন্ত্রী-এমপিরা
X
Fresh