• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

ইরানিদের ওপর হামলা চালাবে আমেরিকা!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০১ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫৮
ছবি : সংগৃহীত

জর্ডানে সেনা নিহতের বদলা নিতে সিরিয়া-ইরাকে থাকা ইরানি ও তাদের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালানোর পরিকল্পনার অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারক পর্যায় থেকে এ অনুমোদনের তথ্য জানা গেছে। মার্কিন প্রশাসন জানিয়েছে, টানা কয়েক দিন এ হামলা অব্যাহত থাকবে। তবে কখন কোথায় এ হামলা হবে সে বিষয়ে কিছু জানায়নি তারা। মনে করা হচ্ছে, পরিবেশ ও পরিস্থিতি বুঝে মার্কিন বিমান হামলা হবে।

এর আগে গত রোববার জর্ডানের সিরিয়া সীমান্ত এলাকায় মার্কিন সেনা ঘাটিতে ড্রোন হামলা চালায় ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী। এতে ৩ মার্কিন সেনা নিহত ও অন্তত ৪১ সেনা আহত হন। এ ঘটনার জবাব দিতেই এবার পাল্টা হামলার সিদ্ধান্ত অনুমোদন দিলো মার্কিন প্রশাসন।

গত ৭ অক্টোবর হামাস-ইসরায়েল যুদ্ধের পর থেকে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাটিগুলো বিভিন্ন গোষ্ঠীর হামলার শিকার হচ্ছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা
যুক্তরাজ্যের তেলবাহী জাহাজে হুথির ক্ষেপণাস্ত্র হামলা
মণিপুরে জঙ্গিদের বোমা হামলায় নিহত দুই জওয়ান
ফুটবল খেলা নিয়ে প্রতিপক্ষের হামলা, যুবক নিহত
X
Fresh