• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

তরুণীর চুল ধরে চলন্ত স্কুটার থেকে ফেলে দিলো পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ জানুয়ারি ২০২৪, ১৫:৩৬
পুলিশ
ছবি : সংগৃহীত

বিক্ষোভকারী তরুণীর চুল ধরে সড়কে ফেলে দিয়েছেন পুলিশের এক নারী সদস্য। পুরো ভারতে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করা সংগঠন 'অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি)' এক প্রতিবাদী তরুণীর সঙ্গে এই ঘৃণিত ঘটনাটি ঘটে হায়দরাবাদের রাজেন্দ্রনগর কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এই ভিডিওটি ইতোমধ্যে নেট জগতে ছড়িয়ে পড়েছে। এতে পুলিশ সদস্যের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠেছে।

ভিডিওতে দেখা যায়, একটি চলন্ত স্কুটার থেকে একজন নারী পুলিশ সদস্য এবিভিপি কর্মীর চুল ধরে টানতে থাকে। এক পর্যায়ে ভারসাম্য হারিয়ে সড়কে পড়ে যান ওই শিক্ষার্থী। স্কুটারটি চালাচ্ছিলেন পুলিশের এক নারী সদস্য। আর তার পেছনে বসা ছিলেন অভিযুক্ত পুলিশ সদস্য যিনি নিজেও একজন নারী। ইতোমধ্যে ভিডিওটি সামাজিক মাধ্যমে সয়লাব হয়ে পড়ে। তেলেঙ্গানা পুলিশ জানিয়েছে, কী ঘটেছে তা খতিয়ে দেখবে সংস্থাটি। ভারত স্কাউট অ্যান্ড গাইডের (বিআরএস) তেলেঙ্গানা চেপ্টারের চিফ কমিশনার কে. কবিতা ভিডিওটি শেয়ার করেছেন এবং তেলেঙ্গানা পুলিশের কাছে এমন ঘৃণিত কাজের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে বলেন।

চলন্ত স্কুটারটির পিলিয়ন রাইডার (পেছনের যাত্রী) শান্তিপূর্ণ বিক্ষোভ থেকে এক প্রতিবাদকারী তরুণীর চুল ধরে টানতে থাকেন। বিক্ষোভকারী পড়ে গেল সামনের নারী পুলিশ সদস্য স্কুটারটি থামান। কে. কবিতা আরও জানিয়েছেন, তেলেঙ্গানা পুলিশের এমন ঘৃণিত কাজটি গভীরভাবে উদ্বেগজনক এবং একেবারে অগ্রহণযোগ্য।

ক্যাম্পাসের একটি জমিতে উচ্চ আদালতের ভবন নির্মাণের বিরোধিতা করে এই বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ভিডিও দেখতে ক্লিক করুণ।

সূত্র : হিন্দুস্তান টাইমস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুয়েট বন্ধ ৯ মে পর্যন্ত, খোলা থাকবে হল
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার
শিক্ষার্থীদের নিয়ে ফাহমিদা নবীর গানের অ্যালবাম 
হল না ছাড়ার ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের, অবরুদ্ধ উপাচার্য
X
Fresh