• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

আবারও একসঙ্গে কাজ করার আশাবাদ ইরান-পাকিস্তানের

অনলাইন ডেস্ক
  ২০ জানুয়ারি ২০২৪, ১৪:০৭

হামলা ও পাল্টা হামলার পর পাকিস্তান ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। উভয় দেশই বিবাদ ভুলে আবারও একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে।

পাকিস্তানের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকারের কার্যালয় হয়েছে এ তথ্য নিশ্চিত করেছে। খবর বিবিসির।

এ বিষয়ে শুক্রবার (১৯ জানুয়ারি) এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাকিস্তান-ইরান একে অপরের নিরাপত্তা ইস্যুতে পারস্পারিক বিশ্বাস ও সহযোগিতার ভিত্তিতে কাজ করতে প্রস্তুত আছে।

গত সপ্তাহে পরস্পরের সীমানার ভেতরে সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালালে প্রতিবেশী দেশ দুটির সম্পর্কে টানাপড়েন দেখা দেয়। এ সময় দেশ দুটি নিজ নিজ রাজধানী থেকে আরেক দেশের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে।

এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় দুই দেশের রাষ্ট্রদূতই পুরনো কর্মস্থলে ফিরে যাবেন বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কূটনৈতিক সম্পর্ক অবনতির কোনো আশঙ্কা নেই : আইনমন্ত্রী
সরকারের সামনে ৩ চ্যালেঞ্জ, কূটনৈতিক সম্পর্কে জোরদারের পরামর্শ (ভিডিও)
X
Fresh