• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সাময়িক মুক্তি পেলেন কাতালোনিয়ার নেতা পুজদেমন

আন্তর্জাতিক ডেস্ক

  ০৬ নভেম্বর ২০১৭, ১১:২২

কাতালোনিয়ার স্বাধীনতাপন্থী নেতা ও বহিষ্কৃত প্রেসিডেন্ট কার্লেস পুজদেমন এবং তার প্রশাসনের সাবেক চার মন্ত্রীকে শর্ত সাপেক্ষ মুক্তি দিয়েছেন বেলজিয়ামের একজন বিচারক। পুজদেমন এবং তার সঙ্গীদের দেশ না ছাড়া ও তাদের থাকার স্থান সম্পর্কে তথ্য দিতে হবে এমন শর্তের ভিত্তিতে তাদের মুক্তি দেন ওই বিচারক। খবর বিবিসির।

বেলজিয়ামের কৌঁশুলি অফিসের এক বিবৃতিতে বলা হয়েছে, ওই পাঁচজন সাময়িক মুক্তির আবেদন করলে তদন্তকারী বিচারক সেটি মঞ্জুর করেন।

এর আগে গতকাল পুজদেমন ও তার সাবেক চার মন্ত্রী আত্মসমর্পণ করেন।

কাতালোনিয়া স্বাধীনতা ঘোষণার পর মাদ্রিদ সেখানে সরাসরি শাসন জারি করলে কাতালান থেকে পালিয়ে বেলজিয়ামে আশ্রয় নেন পুজদেমন ও তার মন্ত্রিসভার কয়েকজন সদস্য।

পরে এক সংবাদ সম্মেলনে ন্যায় বিচার পাওয়ার প্রতিশ্রুতি না পেলে স্পেনে ফিরবেন না বলে জানিয়েছিলেন পুজদেমন।

পুজদেমনসহ তার চার সহযোগীর বিরুদ্ধে বিদ্রোহ, রাষ্ট্রদ্রোহ এবং সরকারি অর্থের অপব্যয়ের অভিযোগ আনা হয়েছে।

এদিকে বেলজিয়ামের আইন অনুযায়ী, এখন আগামী ১৫ দিনের মধ্যে তাদেরকে দেশটির আদালতে হাজিরা দিতে হবে।

এই পাঁচজনকে স্পেনের কাছে ফেরত দিতে সর্বোচ্চ ৬০ দিন সময় পাবে বেলজিয়াম। তবে যদি মাদ্রিদ থেকে কোনো আইনগত পদক্ষেপ নেয়া হয় তাহলে এটি আরো আগে কার্যকর হতে পারে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্পেনে বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল
এক চুমুতে আড়াই বছরের জেল!
৩-৩ গোলে ড্র ব্রাজিল-স্পেনের ম্যাচ
স্পেনকে হারিয়ে কলম্বিয়ার ইতিহাস
X
Fresh