• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ধর্ষণ থেকে মালিককে বাঁচালো কুকুর

আন্তর্জাতিক ডেস্ক

  ০৪ নভেম্বর ২০১৭, ১৫:৫৯

পার্কে ঘুরতে গিয়েছিলেন। সঙ্গে ছিল নিজের কুকুর। এরই মধ্যে এক ব্যক্তি কুকুরের মালিককে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু মালিকের রক্ষায় এগিয়ে আসে কুকুরটি। ফলে নিজ কুকুরের কারণেই ওই নারী বেঁচে যান সম্ভাব্য ধর্ষণের হাত থেকে। খবর দ্য ইন্ডিপেনডেন্টের।

এমনটি ঘটেছে যুক্তরাজ্যের বার্কশায়ারে।

তদন্তকারীরা জানিয়েছে, পার্কে হাঁটার সময় ৩৬ বছর বয়সী ওই নারীকে পেছন থেকে এক ব্যক্তি জড়িয়ে ধরে।

পুলিশের একজন মুখপাত্র থমাস ভ্যালি জানিয়েছেন, হামলাকারী ব্যক্তি ওই নারীকে মাটিতে ফেলে দিয়ে তার কাপড় খুলে ফেলার চেষ্টা করে।

কিন্তু এসময় চরম সাহসিকতার পরিচয় দিয়ে এগিয়ে আসে ওই নারীর কুকুর। ফলে ভয়ে দ্রুতই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই হামলাকারী ব্যক্তি।

পুলিশ বলছে, সন্ধ্যা ৬টার কিছু আগে এই ঘটনা ঘটে। তারা বলছে, হামলার শিকার ওই নারী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

এদিকে হামলাকারীর নাম-পরিচয় জানা না গেলেও তার দৈহিক একটি বর্ণনা পেয়েছে পুলিশ।

পুলিশ জানাচ্ছে, ওই ব্যক্তির বয়স ৩০ বছরের বেশি। উচ্চতায় ৫ ফুট ৭ ইঞ্চির মতো। আর পরনে ছিল কালো টুপিওয়ালা একটি জ্যাকেট ও নেভি ব্লু প্যান্ট।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি অস্থিতিশীল করছে যুক্তরাজ্য : অ্যামনেস্টি 
মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড
প্রেমিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রেমিক গ্রেপ্তার
কুড়িগ্রামে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১০
X
Fresh