• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

লিবিয়া উপকূল থেকে ৯০০ অভিবাসী উদ্ধার, মিলেছে ৭ মরদেহ

আরটিভি অনলাইন ডেস্ক

  ০২ নভেম্বর ২০১৭, ১৪:২০

লিবিয়া উপকূল থেকে সাতজন অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে ইতালির কোস্ট গার্ড। এছাড়া জীবিত ‍উদ্ধার করা হয়েছে প্রায় ৯০০ জনকে।বুধবার এ অভিবাসীদের উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার এ তথ্য দিয়ে খবর প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর ।

লিবিয়ার উপকূলের দক্ষিণ ভূমধ্যসাগর থেকে তাদের উদ্ধার করা হয় বলে জানিয়েছে ইতালির কোস্ট গার্ড। সাম্প্রতিক মাসগুলোতে প্রায় প্রতিদিনিই অভিবাসীদের উদ্ধার করা হচ্ছে।

কোস্টগার্ডের এক মুখপাত্র জানান, ইউরোপীয় ইউনিয়ন নৌবাহিনীর একটি জাহাজ ভূমধ্যসাগরে টহলরত অবস্থায় ওই সাতজনের মরদেহ উদ্ধার করে। কিন্তু তাদের পরিচয় সম্পর্কে বা মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের চেয়ে এই বছরে অভিবাসী পাড়ি দেওয়ার সংখ্যা ৩০ শতাংশ কম। এক্ষেত্রে ভূমিকা রেখেছে লিবিয়ার কোস্ট গার্ড। চলতি সপ্তাহের শুরতেই তারা ২৯৯ জন অভিবাসীকে উদ্ধার করে।

মন্ত্রণালয় জানায়, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১ লাখ ১১ হাজার ৩৯৭ জন অভিবাসী ইতালি পৌঁছেছে। গত বছর এই সময়ে এর সংখ্যা ছিল ১ লাখ ৫৯ হাজার ৪২৭ জন।

উল্লেখ্য, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মতে, অন্তত ২ হাজার ৬৩০ জন মানুষ এই সাগরপথ পাড়ি দিতে গিয়ে মারা গেছেন।

এপি/ এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় ১৩২ বাংলাদেশি গ্রেপ্তার
তিউনিসিয়া উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবি, নিহত ১৪
মালয়েশিয়া থেকে দলে দলে দেশে ফিরছেন প্রবাসীরা
অস্ট্রেলিয়ায় যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ
X
Fresh