• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কাতালানের পুলিশ প্রধান বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

  ২৮ অক্টোবর ২০১৭, ২২:০৫

স্বাধীনতার দাবিতে আন্দোলন করা কাতালোনিয়ার পুলিশ প্রধান জোসেপ লুইস ট্র্যাপেরোকে ও মহাপরিচালক পেরে সোলেরকে বরখাস্ত করা হয়েছে। গত ১ অক্টোবরের ঘটনায় এরইমধ্যে ট্র্যাপেরো রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত হয়েছেন।

শনিবার স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়ের জারি করা আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

শুক্রবার কাতালোনিয়ার আঞ্চলিক পার্লামেন্টে স্বাধীনতা ঘোষণা করা হয়। এর পক্ষে ৭০ ভোট পড়ে। বিপক্ষে পড়ে ১০ ভোট। পার্লামেন্টের বিরোধী দল এই ভোট বর্জন করে।

এরই প্রেক্ষিতে স্পেনের প্রধানমন্ত্রী কাতালোনিয়ার মন্ত্রিসভা ও সংসদ ভেঙে দিয়ে আগামী ডিসেম্বর নতুন আঞ্চলিক নির্বাচনের ঘোষণা দেন। স্বাধীনতার পক্ষে অবস্থান নেয়ায় বার্সেলোনার প্রশাসনের ওপর কঠোর পদক্ষেপ গ্রহণেরও ঘোষণা দেন তিনি।

তরে প্রধানমন্ত্রীর ঘোষণা করা পদক্ষেপ কীভাবে বাস্তবায়ন করবে স্প্যানিশ সরকার তা এখনো অস্পষ্ট। সরকারের যেকোনো কঠোর পদক্ষেপে কাতালোনিয়ায় গত ১ অক্টোবরের ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে পারে।

কাতালোনিয়ার স্বাধীনতার প্রশ্নে ওই দিন অনুষ্ঠিত গণভোটে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে কমপক্ষে ৩৩৭ জন আহত হন। কেন্দ্র সরকারের নির্দেশ অনুযায়ী পুলিশ ওই গণভোটে বাধা দেয়।

ওই দিন অনুষ্ঠিত গণভোটে ৯০ শতাংশ ভোট পড়ে স্বাধীনতার পক্ষে। ওই ভোটকে অসাংবিধানিক বলে আখ্যা দেয় স্পেন কেন্দ্র সরকার।

কে/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাধীনতা দিবস জিমন্যাস্টিকস প্রতিযোগিতার শুভ উদ্বোধন
১৭ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
‘স্বাধীনতার চেতনা ধ্বংস করার জন্য বিএনপির জন্ম’
X
Fresh