• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

৩০ নারীকে এইচআইভি সংক্রমণের দায়ে যুবকের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

  ২৮ অক্টোবর ২০১৭, ১১:০৪

ইতালিতে এক ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ৩০ জন নারীকে হিউম্যান ইমিউনোডেফিশিয়েন্সি ভাইরাসে (এইচআইভি) সংক্রমণ ঘটিয়েছেন এই অভিযোগে তাকে ২৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার দেশটির একটি আদালত ওই রায় দেয়। অভিযুক্ত ওই ব্যক্তি ভালেনতিনো তাল্লুতো পেশায় একজন হিসাবরক্ষক। খবর বিবিসির।

২০০৬ সালে এইচআইভি পজিটিভ হওয়ার পর থেকে এ পর্যন্ত তিনি মোট ৫৩ জন নারীর সঙ্গে সম্পর্কস্থাপন করেছেন। এদের মধ্যে ১৪ বছর বয়সী একজন কিশোরীও রয়েছে।

সোশ্যাল মিডিয়া এবং ডেটিং সাইটগুলোতে ছদ্মনামে অ্যাকাউন্ট খুলে তিনি এসব নারীদের ফাঁদে ফেলতেন।

ভালেনতিনোর আইনজীবী জানিয়েছেন, তার মক্কেল ‘চিন্তাভাবনা ছাড়াই এমনটি করে ফেলেছেন। এটা ইচ্ছাকৃত নয়’।

তবে ওই ব্যক্তির সঙ্গে সম্পর্কস্থাপন করা নারীরা বলছেন তাকে কনডম ব্যবহার করতে বলা হলে অ্যালার্জির কথা বলে ববাবরই এড়িয়ে গেছেন ভালেনতিনো। ভালেনতিনো তাদের কাছে এইচআইভি সংক্রমণের বিষয়ে জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন বলেও ওই নারীরা অভিযোগ করেছে।

ভালেনতিনো এমনকি তিনজন পুরুষ এবং এক শিশুকেও এইচআইভি ভাইরাসে সংক্রমিত করেছেন।

রাষ্ট্রপক্ষের কৌসুলি এলেনা নেরি গেলো মাসে আদালতে বলেন, ভালেনতিনো মৃত্যুর বীজ বোপণ করেছেন।

তবে ভালেনতিনো বলেছেন, এটাই যদি আমি চাইতাম তাহলে আর কষ্ট করে সম্পর্ক তৈরির দরকার ছিল না। আমি যেকোনো পানশালায় গিয়ে এ ধরনের সম্পর্কে জড়াতে পারতাম।

রায় ঘোষণার সময় ভালেনতিনোকে কাঁদতে দেখা গেছে। কৌঁসুলিরা এই অপরাধের জন্য ভালেনতিনোর যাবজ্জীবন কারাদণ্ড চেয়েছিলেন।

এ/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতালিয়ান ফুটবল সাম্রাজ্যে ইন্টার মিলান
আজ থেকে ইতালির ওয়ার্ক পারমিট ভিসার অ্যাপয়েন্টমেন্ট শুরু
রোনালদোর পাওনা ১১৩ কোটি টাকা দিতে জুভেন্টাসকে নির্দেশ
ইতালিতে ঝগড়ার জেরে দেশে সংঘর্ষ, এক মৃত্যুসহ আহত ১২
X
Fresh