• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

উত্তর কোরিয়া ইস্যু

প্রথম বোমা পড়ার আগ পর্যন্ত কূটনৈতিক প্রচেষ্টা: টিলারসন

আন্তর্জাতিক ডেস্ক

  ১৬ অক্টোবর ২০১৭, ১৪:৪৬

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়া সমস্যার সমাধান কূটনৈতিকভাবেই করতে আগ্রহী। জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।

সিএনএনকে দেয়া এক সাক্ষাতকারে টিলারসন বলেন, দেশটির এই প্রচেষ্টা প্রথম বোমা বিস্ফোরিত হওয়ার আগ পর্যন্ত অব্যাহত থাকবে।

তিনি বলেন, উত্তর কোরিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক প্রচেষ্টা দেশটির ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়কে এক ধরনের ঐক্যমত্যের পৌঁছাতে সাহায্য করেছে।

গেলো মাসেই প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে আলোচনা ব্যাপারে সময় নষ্ট না করতে টিলারসনকে নির্দেশ দিয়েছিলেন।

কোরিয়ান উপদ্বীপের জলসীমানায় যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার এক দিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ ধরনের মন্তব্য করলেন।

উত্তর কোরিয়া বরাবরই এ ধরনের কসরতকে ‘যুদ্ধের মহড়া’ হিসেবে উল্লেখ করে এর সমালোচনা করে আসছে।

সাম্প্রতিক মাসগুলোতে উত্তর কোরিয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের মতামত উপেক্ষা করে ষষ্ঠবারের মত পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। একই সঙ্গে প্রতিবেশী দেশ জাপানের ওপর দিয়ে দুটি ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেছে।

বিশ্লেষকরা বলছেন, কঠোর ঘেরাটোপের মধ্যে শাসিত এই কমিউনিস্ট রাষ্ট্রের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা রয়েছে যা যুক্তরাষ্ট্রের জন্য হুমকির কারণ হতে পারে।

এ/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে চীন : ব্লিঙ্কেন
গাজা ইস্যুতে পদত্যাগ করলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা
‘অন্য দেশের দৃষ্টি দিয়ে বাংলাদেশের সম্পর্ককে দেখে না যুক্তরাষ্ট্র’
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তার
X
Fresh