• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রাখাইনে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে : এইচআরডব্লিউ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৯:২০

মিয়ানমারের রাখাইন প্রদেশে মানবতা বিরোধী অপরাধ চালানো হচ্ছে বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

মঙ্গলবার আলজাজিরা জানায়, সংস্থার ওয়েব সাইটের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয় রাখাইনে নিরাপত্তা বাহিনী রোহিঙ্গা মুসলিমদের ওপর গুরুতর নির্যাতন চালাচ্ছে।

এদিকে এইচআরডব্লিউ’র লিগ্যাল অ্যান্ড পলিসি ডিরেক্টর জেমস রস সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, নিরাপত্তা বাহিনী নির্মমভাবে আক্রমণ করে রোহিঙ্গাদের বিতাড়িত করছে।

তিনি বলেন, গণহত্যা ও অগ্নিসংযোগ চালিয়ে গ্রাম থেকে বিতাড়িত করা মানবতা বিরোধী অপরাধ।

চলতি মাসের শুরুতেই এইচআরডব্লিউ দাবি করে, স্যাটেলাইট ইমেজে রাখাইনে কয়েকশ ভবন পুড়ে যাওয়ার প্রমাণ দেখা গেছে।

সে সময় তারা জানায়, প্রদেশে বসবাসকারীদের জোর করে দেশত্যাগ, হত্যা, হত্যা চেষ্টা, ধর্ষণ ছাড়াও যৌন হয়রানি করা হচ্ছে।

রোহিঙ্গারা যাতে বাড়িঘরে ফিরতে না পারে সেজন্যই নিরাপত্তা বাহিনী এগুলো পুড়িয়ে দিয়েছে বলে দাবি করে সংস্থাটি।

এদিকে এই ইস্যুতে আলোচনার জন্য বৃহস্পতিবার বৈঠকে বসবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

আগস্টের শেষ দিকে রাখাইনে নিরাপত্তা বাহিনীর ৩০টি চেক পোস্টে হামলা চালায় আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) নামে একটি জঙ্গি গোষ্ঠী। এরপর প্রদেশটিতে অভিযান চালায় সরকার।

এ অভিযানে ৪০০ জন নিহত হওয়ার কথা দেশটির সরকারের পক্ষ থেকে স্বীকার করা হয়। তবে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার দাবি, নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে।

সোনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে এ পর্যন্ত চার লাখ ২৯ হাজার রোহিঙ্গা বাংলাদেশের উপকূলে আশ্রয় নিয়েছে বলে দাবি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার।

ওয়াই/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh