Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ১৮ মে ২০২১, ৪ জ্যৈষ্ঠ ১৪২৮

ইন্দোনেশিয়ায় ৫.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প কেঁপে উঠল ইন্দোনেশিয়ার বালি দ্বীপ । বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে এ ভূমিকম্প হয়। এতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল জাভা সমুদ্র তলদেশে। মাটি থেকে যার গভীরতা ছিল ৫৯৮ কিলোমিটার গভীরে।

এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে দেশটির বিভিন্ন অঞ্চলে লোকজনকে নিরাপদ অবস্থানে সরিয়ে নেয়া হয়েছে।

এদিকে মেক্সিকোতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ২৪৮ জন। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭ দশমিক ১। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানী মেক্সিকো সিটি থেকে ১২০ কিলোমিটার দূরের পুয়েবলা রাজ্যের আতেনসিঙ্গোতে।

৩২ বছর আগে ঠিক ওই দিনেই এক ভয়ংকর ভূমিকম্পে আক্রান্ত হয়েছিল উত্তর আমেরিকার দেশটি। সেবার নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছিল। ভূমিকম্পপ্রবণ দেশটির দক্ষিণে চলতি মাসের শুরুতেই ৮ দশমিক ১ মাত্রার এক ভূমিকম্পে অন্তত ৯০ জন নিহত হয়েছিলেন।

মেক্সিকোতে ভূমিকম্পের পরেই স্থানীয় সময় বুধবার ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় নিউজিল্যান্ডে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইনভারকারগিল থেকে ৪০ কিলোমিটার দূরে ভূমিকম্পটির উৎপত্তি।

এপি/এসএস

RTV Drama
RTVPLUS