• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

ফ্রান্সে আইএসের হামলার প্রচেষ্টা ব্যর্থ

আরটিভি আন্তর্জাতিক ডেস্ক

  ১০ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৩৪

ফ্রান্সে আইএসের হামলার প্রচেষ্টা ব্যর্থ করে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ।

ফ্রাঁসোয়া ওঁলাদ বলেন, তার দেশ একটি সন্ত্রাসী হামলার সম্ভাবনা বানচাল করে দিয়েছে।

তিনি বলেন, বৃহস্পতিবার গ্যাস সিলিন্ডারবাহী সন্দেহভাজন একটি গাড়ি শনাক্তের পরে সম্ভাব্য এ হামলার ষড়যন্ত্র বানচাল করা হয়।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বেরনাদ ক্যাজনভ জানান, বৃহস্পতিবার রাতে দক্ষিণ প্যারিসের একটি শহরতলিতে ছয়টি গ্যাস সিলিন্ডার বহনকারী গাড়িতে তল্লাশি চালানো হয়। এসময় সন্দেহভাজন তিন নারীকে গ্রেফতার করা হয়। তাদের বয়স যথাক্রমে ৩৯,২৩ ও ১৯ বছর। তারা শিগগিরই নতুন করে সহিংস হামলার প্রস্তুতি নিচ্ছিলেন।

প্রসিকিউটর ফ্রাঁসোয় মলিনস বলেন, আইএস এ হামলা চালাতে চেয়েছিল। গ্রেফতারকৃত তিন নারীকে ব্যবহার করতে চেয়েছিল জঙ্গিরা।


এফএস/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh