• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন হুমকি বিশ্বের জন্য বিপজ্জনক : ইরান

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৭ সেপ্টেম্বর ২০১৭, ০৯:১৭

উত্তর কোরিয়ার বিরুদ্ধে আমেরিকার হুমকি পারমাণবিক অস্ত্র পরীক্ষায় উৎসাহ দেয়া যা বিশ্বের জন্য বিপজ্জনক একটি খেলা। বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত মন্ত্রীসভায় দেয়া এক বক্তৃতায় এমনটা বললেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।

রুহানি বলেন, উত্তর কোরিয়া আজ যে এই পথ বেছে নিয়েছে তা পূর্ব এশিয়ার জনগণকে উদ্বিগ্ন করছে। এটি উত্তর কোরিয়ার অস্তিত্বের বিরুদ্ধে হুমকির কারণেই হয়েছে।

তিনি আরো বলেন, পারমাণবিক অস্ত্র নিয়ে কি কেউ কৌতুক করতে পারে? একটা দেশ যখন ওই ক্ষমতা অর্জন করে, তখন তাকে কেন্দ্র করে হুমকি দেয়ার খেলা সারা বিশ্বের জন্য বিপদজ্জনক খেলায় পরিণত হয়।

প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, আমরা বিশ্বাস করি, এই সমস্যা অবশ্যই আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত।

উত্তর কোরিয়া যে ষষ্ঠ পারমাণবিক বোমাটি পরীক্ষা শেষ করে, সেটি একটি হাইড্রোজেন বোমা যা ক্ষেপণাস্ত্র হিসেবে ব্যবহার করা যায়। আর এতেই আমেরিকা দেশটিকে যুদ্ধের হুমকি হিসেবে দেখছে।

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুদ্ধের জন্য সেনাবাহিনীকে জোর প্রস্তুতির নির্দেশ কিমের
খাদ্যের বিনিময়ে রাশিয়াকে ৬৭০০ কনটেইনার অস্ত্র দিয়েছে উ. কোরিয়া!
X
Fresh