• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ক্ষেপণাস্ত্র পরীক্ষা পর উত্তর কোরিয়ায় দুইবার ভূমিকম্প!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৩০

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর দেশটি দুইবার ভূমিকম্পে কেঁপে উঠেছে বলে দাবি করেছে জাপান ও দক্ষিণ কোরিয়া।

দেশ দুটির সরকার জানিয়েছে, রোববার সকালে ষষ্ঠতম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় কিম জং উন সরকার।

দ্য গার্ডিয়ান জানায়, উত্তর কোরিয়ার উত্তর হ্যামইয়ং প্রদেশের কিলজু এলাকায় পর পর দুটি ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, কম্পন দুটির মাত্রা ছিল যথাক্রমে ৫ দশমিক ২ ও ৬ দশমিক ৩ মাত্রায়।

৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের মাত্রা ছিল ২৩ কিলোমিটারেরও বেশি গভীর। আর ৫ দশমিক ২ এর মাত্রা শূন্য কিলোমিটার গভীরতায়।

চীনের ভূমিকম্প প্রশাসনের (সিইএ) মতে মাত্র আট মিনিটের ব্যবধানে কম্পন দুটি অনুভূত হয়।

কয়েক বছর ধরেই জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সবশেষ গেলো মাসের ২৮ তারিখে ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি। ধারণা করা হয়, সেটি ছিল ১৪তম ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

এর আগে জুলাইয়ের প্রথম সপ্তাহে পিয়ংইয়ং প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) সফল পরীক্ষা চালানোর দাবি করে।

ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে। দেশটির একমাত্র আন্তর্জাতিক বন্ধু ও প্রধান বাণিজ্যিক অংশীদার চীন ওই প্রস্তাবের পক্ষেই ভোট দেয়। পাশাপাশি আলোচনায় বসারও আহ্বান জানায়।

নতুন নিষেধাজ্ঞা আরোপের জেরে আমেরিকাকে কড়া মাশুল গোনার হুঁশিয়ারি দেয় উত্তর কোরিয়া।

সবশেষ গেলো মাসের শেষ দিকে জাপানের আকাশসীমা দিয়ে একটি ক্ষেপণাস্ত্র ছুড়ে উত্তর কোরিয়া। যা জাপানের উত্তর-পূর্বাংশের হোক্কাইডো প্রদেশের আর্কিপেলাগো দ্বীপপুঞ্জ অতিক্রম করে তিন ভাগ হয়ে প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়ে।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুদ্ধের জন্য সেনাবাহিনীকে জোর প্রস্তুতির নির্দেশ কিমের
খাদ্যের বিনিময়ে রাশিয়াকে ৬৭০০ কনটেইনার অস্ত্র দিয়েছে উ. কোরিয়া!
X
Fresh