• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মুম্বাইয়ে ৫ তলা ভবন ধসে নিহত ৭, আহত ১৩

অনলাইন ডেস্ক
  ৩১ আগস্ট ২০১৭, ১২:২২

ভারতের মুম্বাইয়ে একটি পাঁচতলা ভবন ধসে নিহত হয়েছেন অন্তত ৭ জন। আহত হয়েছেন অন্তত ১৩ জন।

বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে মুম্বাইয়ের ভেন্ডি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমস।

এ ঘটনায় বহু বাসিন্দার আটকে থাকার আশঙ্কা করছেন প্রশাসন। উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন ৪২ জনের একটি দল।

ব্যস্ত ওই বাজার এলাকার মাওলানা শওকত আলী রোডের পুরনো ও জীর্ণ ওই ভবনটিতে আরো অনেক লোক বাস করতেন বলে জানা গেছে।

ঘটনাস্থলে পৌঁছেছে দমকল কর্মীরা। উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।

পুলিশ সূত্রে খবর, এখন পর্যন্ত ৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বহু বাসিন্দার আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।

এর আগে গেলো শনিবার মুম্বাইয়ের চান্দিভালি এলাকায় বাড়ি ধসে মৃত্যু হয়েছিল ছয়জনের।

এবছর বর্ষা শুরুর আগেই ৭৯১টি পুরনো বাড়িকে বিপজ্জনক ঘোষণা করেছিল বৃহমুম্বাই পৌরসভা। তাদের আশঙ্কা গেলো দু’দিনের প্রবল বর্ষণের ফলেই ধসে পড়েছে বাড়িটি। এছাড়া গেলো ২৫ জুলাই মুম্বাইয়ের ঘাটকোপারে ভেঙে পড়েছিল একটি চারতলা বাড়ি। এই ঘটনায় মারা গিয়েছিলেন সাতজন।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh