• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ফের বাবা হলেন কিম

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৯ আগস্ট ২০১৭, ২১:০০

তৃতীয় সন্তানের বাবা হলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। মঙ্গলবার সিএনএন এ তথ্য প্রকাশ করে।

গেলো কয়েক মাস ধরে কিমের স্ত্রীকে জনসম্মুখে দেখা যায়নি।

দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতাদের উদ্ধৃতি দিয়ে সিএনএন জানায়, উত্তর কোরিয়ার ফার্স্ট লেডি রাই সোল জু এ বছরের ফেব্রুয়ারিতে তৃতীয় সন্তানের জন্ম দেন। জাতীয় গোয়েন্দা সংস্থা আইনপ্রণেতাদের বিষয়টি অবহিত করে। গেলো বছর দীর্ঘ সময় ধরে রাই সোল লোকচক্ষুর আড়ালে থাকায় ধারণা করা হয়েছিল তিনি গর্ভবতী।

তবে এ তৃতীয় সন্তানটি ছেলে সন্তান নাকি মেয়ে সন্তান তা প্রকাশ করা হয়নি।

২০০৯ সালে রাই সোল জুকে বিয়ে করেন উত্তর কোরিয়ার তরুণ নেতা কিম জং-উন। ২০১০ সালে তাদের প্রথম ছেলে সন্তানের জন্ম হয়। আর ২০১৩ সালে জন্ম হয় তাদের দ্বিতীয় মেয়ে সন্তান।

এদিকে জাপানের আকাশসীমা দিয়ে একটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। যা জাপানের উত্তর-পূর্বাংশের হোক্কাইডো প্রদেশের আর্কিপেলাগু দ্বীপপুঞ্জ অতিক্রম করে তিন ভাগ হয়ে প্রশান্ত মহাসাগরে গিয়ে পড়েছে। এমন সময় বাবা হবার সংবাদটি প্রকাশ পেলো।

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh