• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ডেরাভক্তদের তাণ্ডবের কড়া নিন্দা মোদির

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৭ আগস্ট ২০১৭, ১৭:১৩

ভক্তির নামে হিংসা কোনোভাবেই মেনে নেয়া হবে না। রোববার নিজের ‘মন কী বাত’অনুষ্ঠানে রাম রহিম সিং এর ডেরাভক্তদের তাণ্ডবের কড়া নিন্দা করে এমনটাই বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিনি বলেন, যে হিংসার পথ বেছে নেবে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিজের ৩৫তম ‘মন কী বাত’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুরুতেই ডেরাভক্তদের তাণ্ডবের নিন্দা জানান তিনি।

গেলো শুক্রবার ডেরাভক্তদের তাণ্ডবের পর শনিবার পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের কাছে তীব্র ভর্ৎসিত হতে হয় হরিয়ানা সরকারকে। এমনকি সমালোচিত হতে হয় প্রধানমন্ত্রীকেও। তারপর রোববার ডেরাভক্তদের তাণ্ডবের কড়া নিন্দা করেন প্রধানমন্ত্রী।

ভারতে গোরক্ষা নিয়ে উত্তেজনা ক্রমশ বাড়ছে। কিছু দিন আগে গোরক্ষকদের তাণ্ডবের তীব্র নিন্দা করেছিলেন মোদি। অমদাবাদের গান্ধী আশ্রমে বক্তব্য রাখতে গিয়ে সে দিন মোদি বলেছিলেন, ‘গো-ভক্তির নামে মানুষ খুন মেনে নেয়া যায় না। এ ধরনের সহিংসতা মহাত্মা গান্ধী মেনে নিতেন না।’

রোববারও মহাত্মা গান্ধীর প্রসঙ্গ নিয়ে আসেন মোদি। সেই সঙ্গে স্থান পায় গৌতম বুদ্ধও।

তিনি বলেন, ভারত মহাত্মা গান্ধী এবং গৌতম বুদ্ধের দেশ। এ দেশে কোনো ভাবেই কোনো হিংসা মেনে নেয়া হবে না।

এরপর স্বচ্ছ ভারত অভিযানের কথাও বলেন মোদি। ভারতে এখন দুই লাখ তিরিশ হাজার গ্রামে খোলা জায়গায় মলমূত্র ত্যাগ বন্ধ হয়েছে। এটা যে স্বচ্ছ ভারত অভিযানের সাফল্য সে কথাও উল্লেখ করেন মোদি। এর পাশাপাশি দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর আবেদন, তারা যেন ভারতকে স্বচ্ছ করে তোলার প্রতিজ্ঞা থেকে পিছিয়ে না আসেন।

আসন্ন শিক্ষক দিবস উপলক্ষে ড. সর্বপল্লী রাধাকৃষ্ণনের উদ্দেশে শ্রদ্ধা জানিয়ে করে নিজের বক্তব্য শেষ করেন প্রধানমন্ত্রী।

এপি/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদি ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
সিলেটে পাওয়া যাবে আইসিসি অনুমোদিত বাংলা ব্যাট
শেখ হাসিনাকে  ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
X
Fresh