• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

হজকে সামনে রেখে সৌদিতে বিশাল সামরিক মহড়া (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২৫ আগস্ট ২০১৭, ১০:৫৬

পবিত্র হজকে সামনে রেখে মক্কা নগরীতে এক বিশাল সামরিক মহড়ায় অংশ নিয়েছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী। বিশ্বের অন্যতম বৃহৎ এ জমায়েতে এবার সারা বিশ্ব থেকে অংশ নেবেন ১৪ লাখেরও বেশি মুসল্লি। তাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই মহড়ার আয়োজন করা হয়।

বুধবারের এ মহড়া পরিদর্শনে সেখানে উপস্থিত ছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা।

২০১৫ সালে সৌদি আরবের মিনায় পবিত্র হজ পালনকালে পদদলিত হয়ে অন্তত দু’হাজার ৪৩১ জন হাজি প্রাণ হারান। তবে সৌদি আরবের সরকারি হিসেবে এ সংখ্যা দেখানো হয় ৭৬৯ জন। এ ঘটনায় দেশটির কর্তৃপক্ষের বিরুদ্ধে হাজিদের নিরাপত্তার ব্যাপারে উদাসীনতার অভিযোগ উঠে। মৃত হাজিদের মরদেহের প্রতি অসম্মানজনক আচরণের অভিযোগে সমালোচনার মুখে পড়তে হয় রিয়াদকে।

হাজিদের ব্যাপক প্রাণহানির ঘটনায় সৌদি কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ২০১৬ সালের হজে অংশগ্রহণ থেকে বিরত ছিলো ইরান। তবে এবারের হজে অংশ নিচ্ছেন প্রায় ৯০ হাজার ইরানি নাগরিক।

এছাড়া সৌদি জোটের অবরোধের মুখে থাকা কাতারসহ দুনিয়ার নানা প্রান্তের মুসল্লিরা হজে অংশ নিচ্ছেন। হাজিদের নিরাপত্তা নিশ্চিতে তাই সতর্ক দৃষ্টি রাখছে রিয়াদ।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সস্ত্রীক ওমরাহ করতে গেলেন ফখরুল
বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ৮০টি সৌদি কোম্পানি
হজ পালনে এবার লাগবে বিশেষ ডিজিটাল কার্ড
যমুনা নদীর তীর থেকে দিনমজুরের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার
X
Fresh