• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

স্পেন-ফিনল্যান্ডের পর জার্মানিতে হামলায় নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৯ আগস্ট ২০১৭, ০৮:১৯

স্পেনের সন্ত্রাসী হামলার ২৪ ঘণ্টা না যেতে এবং ফিনল্যান্ডে হামলার কয়েক ঘণ্টা পরই এবার জার্মানিতে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এ ঘটনায় মৃত্যু হয়েছে একজনের।

পশ্চিম জার্মানির উপপার্টাল শহরের এই ঘটনায় হামলাকারী ধারালো অস্ত্রে কুপিয়ে খুন করেছে এক ব্যক্তিকে। তবে এ ঘটনার পর হামলাকারীকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি।

জার্মান পুলিশের আশঙ্কা, হামলাকারীরা সংখ্যায় এক বা একাধিকও হতে পারে। এর আগেও একই পদ্ধতিতে জার্মানির একটি ট্রেনে হামলা চালানো হয়েছিল।

শুক্রবার ছুরি হামলা চালানো হয় ফিনল্যান্ডের শহর তুর্কুতে। এতে ছুরিকাঘাতে মারা গেছেন ২ জন। ফিনিশ পুলিশ হামলাকারীদের একজনকে পায়ে গুলি করে, তাকে কাবু করে ফেলে। পরে তাকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে থাকা অন্য অপরাধীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

সি/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
হামাসের অবস্থানগুলোতে হামলা চালাতে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী
সালমানের বাড়িতে হামলার ঘটনায় গুলিসহ অস্ত্র উদ্ধার
X
Fresh