• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

অভিশংসনের মুখে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০১ ডিসেম্বর ২০২২, ১৩:৪৬

সম্ভাব্য অভিশংসনের সম্মুখীন হতে চলেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তার বিরুদ্ধে উত্থাপিত ‘ফার্মগেট’ কেলেঙ্কারির কারণে তিনি অভিশংসনের মুখোমুখি হচ্ছেন। খবর বিবিসির।

প্রায় ৪০ লাখ মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ ওঠেছে প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে। দক্ষিণ আফ্রিকায় এটি ফার্মগেট কেলেঙ্কারি নামে পরিচিত। পাশাপাশি বিভিন্ন প্রকল্প থেকে উৎকোচ গ্রহণ এবং বিরুদ্ধমতের লোকদের অপহরণের ঘুষের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

এদিকে সম্প্রতি ফাঁস হওয়া সংসদীয় প্যানেলের একটি প্রতিবেদন থেকে জানা গেছে, রামাফোসা তার ক্ষমতার অপব্যবহার করেছেন এবং দুর্নীতিবিরোধী আইন লঙ্ঘন করেছেন।

অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে প্রেসিডেন্ট সিরিল রামাফোসার দাবি করেছেন, তিনি রাষ্ট্রীয় কোনো অর্থ আত্মসাৎ করেননি। তার অর্জিত অর্থ সবই এসেছে পারিবারিক ব্যবসার মহিষ বিক্রি থেকে।

এরই মধ্যে প্রেসিডেন্ট রামফোসার বিরুদ্ধে তদন্ত করে পাওয়া তথ্য পার্লামেন্টে হস্তান্তর করেছে প্যানেল। সেগুলো যাচাই-বাছাই করে আগামী সপ্তাহে অভিশংসনের প্রক্রিয়া শুরু করা হবে কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh