• ঢাকা বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

রোমান সম্রাটের গোপন সংকেত উদ্ধার!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ নভেম্বর ২০২২, ০০:৪৯
রোমান সম্রাটের গোপন সংকেত উদ্ধার!
ছবি : সংগৃহীত

রোমান সম্রাট পঞ্চম চার্লসের একটি গোপন কোড বা সংকেতের মর্মার্থ উদ্ধার করা হয়েছে। একটি চিঠিতে লেখা ওই গোপন কোডের মর্মার্থ পাঁচশ’ বছর পর উদ্ধারে সফল হয়েছেন একদল গবেষক। ওই চিঠিতে পঞ্চম চার্লসের হত্যার ষড়যন্ত্রের কথা উল্লেখ ছিল। আর সেটাই প্রকাশ করেছেন তারা।

ষোড়শ শতকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন ছিলেন পঞ্চম চার্লস। পশ্চিম ইউরোপ থেকে আমেরিকা পর্যন্ত বিস্তৃত এ সাম্রাজ্য তিনি ৪০ বছরেরও বেশি সময় শাসন করেছেন। তিনি রোমান সাম্রাজ্যের অধিপতি ছাড়াও স্পেনেরও রাজা ছিলেন।

১৫৪৭ সালে ফ্রান্সে রোমান রাষ্ট্রদূতের কাছে লেখা এই চিঠি লিখেছিলেন সম্রাট পঞ্চম চার্লস। প্রায় পাঁচশ’ বছর পর সম্প্রতি চিঠিটির মর্মার্থ উদ্ধার করেছেন গবেষকরা। ফ্রান্সের পূর্বাঞ্চলে লোরিয়া রিসার্চ ল্যাবে চিঠিটির মর্মার্থ গবেষক দলের সময় লেগেছে প্রায় ছয় মাস।

তখন ইউরোপের রাজনীতি ছিল উত্তাল। একের পর এক যুদ্ধ লেগেই লেগেই ছিল। ফ্রান্স ও স্পেনের মধ্যেও প্রবল উত্তেজনা। ফ্রান্সের শাসক তখন প্রথম ফ্রান্সিস। তাকে রেনেসাঁ যুগের শাসকও বলা হয়। জগদ্বিখ্যাত মনিষী লিওনার্দো ডা ভিঞ্চিকে ইতালি থেকে তিনিই ফ্রান্সে এনেছিলেন।

উত্তাল সেই সময় ফ্রান্সে রোমান রাষ্ট্রদূত জ্যঁ ডি সেইন্ট-মোরিসকে সম্রাট পঞ্চম চার্লসের লেখা চিঠিটি শত শত বছর ধরেই ন্যান্সির স্টানিনলাস লাইব্রেরিতে লোকচক্ষুর অন্তরালেই ছিল।

সেসিল পিয়ারো নামে লোরিয়া রিসার্চ ল্যাবের এক ক্রিপ্টোগ্রাফার ২০১৯ সালের এক রাতে চিঠিটির কথা প্রথম শুনতে পান। অনেক খোঁজাখুঁজির পর ২০২১ সালে চিঠিটি হাতে পান সেসিল। সম্রাট পঞ্চম চার্লসের স্বাক্ষর বিশিষ্ট চিঠিটি একদিকে যেমন ছিল রহস্যজনক তেমনি বোঝার অসাধ্যও।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh