• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কাশ্মীরে পুণ্যার্থীদের ওপর জঙ্গি হামলা, নিহত ৭

আরটিভি অনলাইন ডেস্ক

  ১১ জুলাই ২০১৭, ০৯:৫৮

ভারত শাসিত জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায় ৭ পুণ্যার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো আহত হয়েছেন অন্তত ১৯ জন। নিহতদের মধ্যে ছয়জনই নারী।

মঙ্গলবার সকালে বিবিসি এ খবর প্রকাশ করে।

খবরে বলা হয়, কাশ্মীরের অনিন্দনাগ জেলার আমারনাথ গুহায় তীর্থযাত্রা থেকে বাস থেকে হিন্দু পূণ্যার্থীরা ফেরার সময় জঙ্গিরা তাদের ওপর হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ওই বাসটিকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে কিনা সেটা অবশ্য পরিষ্কার নয়।

মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এক বিবৃতিতে জানিয়েছেন, আমাদের মূল্যবোধ এবং সংস্কৃতির ওপর এটা একটি আকস্মিক হামলা। অপরাধীদের কোনো ভাবেই ছাড় দেয়া হবে না। ঘটনার পর পর আহতদের দেখতে মেহবুবা মুফতি অনন্তনাগের স্থানীয় হাসপাতাল পরিদর্শন করেন।

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় জম্মু ও কাশ্মীরের শান্তিপূর্ণ অমরনাথ যাত্রার ওপর নিষ্ঠুর হামলায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। তিনি বলেন, ভারত কখনো এমন কাপুরুষোচিত হামলার কাছে মাথা নত করবে না।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh