• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

মোদির সঙ্গে চীনা প্রেসিডেন্টের বৈঠক বাতিল

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৬ জুলাই ২০১৭, ২৩:২২

শুক্রবার জার্মানে অনুষ্ঠেয় জি-টোয়েন্টি সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিংপিং এর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি বৈঠক হবার কথা ছিল। বৃহস্পতিবার বৈঠকটি বাতিল করেছে চীন প্রশাসন।

খবর এনডিটিভির।

গণমাধ্যমটি জানায়, এ ঘোষণার মধ্য দিয়ে ভারত ও চীনের মধ্যে যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল তা আরো ঘনীভূত করে দিলো বেইজিং।

চিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট শি জিংপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হওয়ার জন্য যে পরিবেশ বর্তমানে তা নেই।

শুক্রবার থেকে জার্মানের শহর হামবুর্গে শুরু হচ্ছে জি-টোয়েন্টি সম্মেলন।

ভুটান সংলগ্ন ডোকলাং বা ডোকলাম এলাকা নিয়ে দু’দেশের মধ্যে গেলো ১৯ দিন ধরে তীব্র দ্বন্দ্ব চলছে। সীমান্তে দু’সেনাবাহিনীর মধ্যে রয়েছে চাপা উত্তেজনা।

চীন বলছে, ১৮৯০ সালে বৃটেনের করা চুক্তি অনুযায়ী ওই ভূখণ্ড তাদের নিয়ন্ত্রণে।

এদিকে ভুটানও এ ইস্যুতে চীনের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ পাঠিয়েছে। দেশটি বলছে, ওই রাস্তা দ্বিপক্ষীয় চুক্তির লঙ্ঘন। ভুটানের সঙ্গে চীনের কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকলেও ওই ভূখণ্ডের সার্বভৌমত্ব নিয়ে দু’পক্ষের দ্বন্দ্ব রয়েছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অভিযোগ করে বলেছেন, ডোকলাম এলাকায় ‘অবৈধ প্রবেশ ধামাচাপা দেয়ার জন্য’ ভুটানকে ব্যবহার করছে ভারত।

ওয়াই/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী
মোদি ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
মরিশাসের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাফাতের দ্বিপাক্ষিক বৈঠক
X
Fresh