• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ব্রাজিলে বন্যা-ভূমিধসে নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৯ মে ২০২২, ১১:৪৫
ব্রাজিলে বন্যা-ভূমিধসে নিহত ৩০
ছবি: সংগৃহীত

ব্রাজিলের পার্নাম্বুকো রাজ্যে বন্যা ও ভূমিধসে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৪ ঘণ্টায় রেসিফ শহরে ২৮ জনের মৃত্যু হয়।

রোববার (২৯ মে) আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বৃষ্টির কারণে পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধস হয়েছে। বন্যায় বহু ঘরবাড়ি, রাস্তাঘাট ও স্থাপনা পানিতে ডুবে গেছে। ঘরবাড়ি ভেঙে পড়েছে। রাজ্যের ৭৬৫ জন মানুষ বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। রাজ্যেটিতে বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

রাজ্য সিভিল ডিফেন্সের নির্বাহী সচিব জানিয়েছেন, রাজ্যে প্রায় ৩২ হাজার পরিবার ভূমিধস বা বন্যার ঝুঁকিপ্রবণ এলাকায় বসবাস করছে।

এদিকে ভারি বৃষ্টির কারণে আলাগোআসে রাজ্য সরকার ৩৩টি পৌরসভায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সূত্র: আল-জাজিরা

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাসানটেকে বিস্ফোরণ: একে একে পরিবারের ৬ জনেরই মৃত্যু  
‌উন্নয়নের ভেলকিবাজীতে দেশ এখন মৃত্যু উপত্যকা: রিজভী
কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকের মৃত্যু 
বরিশালে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু
X
Fresh