• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

এবার যুক্তরাষ্ট্রের গির্জায় বন্দুক হামলা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ মে ২০২২, ০৯:২৯
এবার যুক্তরাষ্ট্রের গির্জায় বন্দুক হামলা
ছবি: সংগৃহীত

একদিনের ব্যবধানেই যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলার ঘটনা ঘটলো। এবার দেশটির ক্যালিফোর্নিয়ার একটি গির্জায় বন্দুকধারী হামলা চালায়। এ সময় তার গুলিতে একজন নিহত ও চারজন গুরুতর আহত হন।

রোববার (১৫ মে) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে লেগুনো উডস শহরের জেনেভা প্রেসবিটারিনায় গির্জায় এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, হামলা সময় গির্জায় ৩০ জন লোক ছিলেন। তাদের অধিকাংশই তাইওয়ান বংশোদ্ভূত। হতাহতদের সবাই প্রাপ্তবয়স্ক। সন্দেভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি। এ ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।

এর আগে শনিবার (১৪ মে) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত হন। বাফেলো শহরের ব্যস্ত একটি সুপার মার্কেটে ঢুকে গুলি চালায় ১৮ বছর বয়সী এক তরুণ। সূত্র : আল জাজিরা।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজা ইস্যুতে পদত্যাগ করলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা
যুক্তরাষ্ট্র ও চীনের উচিত অংশীদার হওয়া, শত্রু নয়: শি জিনপিং
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার
ভারতীয় তিন কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
X
Fresh