Mir cement
logo
  • ঢাকা শনিবার, ২১ মে ২০২২, ৭ জ্যৈষ্ঠ ১৪২৯

করাচিতে বিস্ফোরণে হতাহত ১৪

করাচিতে, বিস্ফোরণে, হতাহত, ১৪,
ছবি: সংগৃহীত

পাকিস্তানের করাচির সদর এলাকায় বিস্ফোরণে অন্তত একজন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মে) রাতে এ ঘটনা ঘটে।

ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) শারজিল খারাল জানান, বিস্ফোরণে বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আশপাশের ভবনগুলোর জানালা ভেঙে গেছে।

করাচির প্রশাসক মুর্তজা ওয়াহাব আহতদের দেখতে জিন্নাহ হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে আহতদের চিকিৎসা প্রদানের বিষয়ে ব্রিফ করেন হাসপাতালের ফ্যাসিলিটি বিভাগের প্রধান ডা. শহীদ রসুল। এ সময় ওহাব আহতদের সর্বোত্তম চিকিৎসা সেবা দেওয়ার জন্য হাসপাতাল প্রশাসনকে নির্দেশ দেন।

করাচির সব সরকারি হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

খারাল আরও জানান, আহতদের মধ্যে দুজন সরকারি কর্মচারী রয়েছেন।

নিহতের নাম ওমর সিদ্দিকী। তিনি জিন্নাহ হাসপাতালে শিক্ষানবিস অপারেশন থিয়েটার টেকনিশিয়ান হিসেবে কাজ করতেন।

ডা. রসুল বলেন, আহত সাতজন এবং একজনের মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

মুখ্যমন্ত্রী সিন্ধু মুরাদ আলি শাহের কাছে জমা দেওয়া পুলিশের প্রাথমিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, একটি সাইকেলে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) লাগানো হয়েছিল। ইউনাইটেড বেকারির কাছে সেটির বিস্ফোরণ ঘটে।

অন্যদিকে ডিআইজি খারাল বলেন, বিস্ফোরণে নির্দিষ্ট কোনো গাড়ি বা প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়নি।

সূত্র : জিও নিউজ

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS