Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ২৪ মে ২০২২, ১০ জ্যৈষ্ঠ ১৪২৯

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ মে ২০২২, ১৭:০৫
আপডেট : ০৯ মে ২০২২, ১৯:৩৬

পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

অবশেষে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। দেশটিতে অর্থনৈতিক সংকট নিয়ে চলমান আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তিনি।

সোমবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গে এ সংবাদ প্রকাশ করা হয়।

জানা গেছে, শুক্রবার মাহিন্দা রাজাপাকসেকে পরিস্থিতি শান্ত করতে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেন তারই বড় ভাই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এরপরই আজ সোমবার পদত্যাগ করলেন মাহিন্দা।

উল্লেখ্য, বৈদেশিক রিজার্ভের সংকট এবং মুদ্রাস্ফীতিতে ভয়াবহ অর্থনৈতিক সংকটে ধুঁকছে শ্রীলঙ্কা। এ জন্য রাজাপাকসে সরকারের দুর্নীতিকে দুষছে দেশটির জনগণ। দেশটিতে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের ঘটনা ঘটে। এক পর্যায়ে নিজেকে ‘অর্থনৈতিকভাবে দেউলিয়া’ ঘোষণা করে শ্রীলঙ্কা।

এমন উদ্ভূত পরিস্থিতিতে মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করলেও নিজ দায়িত্ব চালিয়ে যাচ্ছিলেন মাহিন্দা রাজাপাকসে। অবশেষে বিক্ষোভকারীদের জোরালো দাবির মুখে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। সূত্র : ব্লুমবার্গ, ডেইলি মিরর, এএনআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS