Mir cement
logo
  • ঢাকা সোমবার, ২৭ জুন ২০২২, ১৩ আষাঢ় ১৪২৯

ঈদ হবে সোমবার সিঙ্গাপুর-অস্ট্রেলিয়ায়

ছবি : সংগৃহীত

সিঙ্গাপুর-অস্ট্রেলিয়ায় সোমবার ঈদ উদযাপিত হবে। তবে সৌদি আরব-সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোতে চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। এদিকে, বিশ্বের অন্যান্য মুসলিম দেশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখতে তোড়জোড় চালাচ্ছে। সবার আগে এই ঈদের ঘোষণা দিয়েছে এই দুইটি দেশ। দেশ দুটিতে আগামী সোমবার (২ মে) ঈদুল ফিতর উদযাপিত হবে।

গালফ নিউজ জানিয়েছে, ঈদুল ফিতর উপলক্ষে অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইমাম কাউন্সিল এক বিবৃতিতে ঈদের ঘোষণা দিয়েছে।

অপরদিকে, সোমবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে সিঙ্গাপুরের মজিলস উগামা ইসলাম।

তবে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) জানিয়েছে, মধ্যপ্রাচ্যে শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই। ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রবিবার (১ মে) পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনের সম্ভাব্যতা ক্ষীণ।

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS