• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ইমরানের দলের ১২৩ এমপির পদত্যাগ মঞ্জুর

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ এপ্রিল ২০২২, ২৩:০২
ইমরানের দলের ১২৩ এমপির পদত্যাগ মঞ্জুর
ছবি: সংগৃহীত

অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের (পিটিআই) ১২৩ জন সংসদ সদস্যের পদত্যাগ মঞ্জুর করেছেন দেশটির পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পিকার কাসিম সুরি।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) পাকিস্তানের গণমাধ্যম ডন’র এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পিটিআই নেতা হাবিব এক টুইটে জানিয়েছেন, পিটিআইয়ের আইনপ্রণেতাদের পদত্যাগ মঞ্জুরের পর এখন দেশে নতুন নির্বাচন দেওয়া অনিবার্য হয়ে পড়েছে।

এদিকে সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান নির্বাচন কমিশনের কাছে লেখা চিঠিতে বলেছেন, পিটিআইয়ের কোনও সদস্যকে কোনও কমিটিতে মনোনীত করা উচিত নয়। কারণ ১১ এপ্রিল পার্লামেন্টের নিম্নকক্ষ থেকে দলীয় আইনপ্রণেতারা পদত্যাগ করেছেন।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা ভোটের প্রস্তাব নাকচ করে দেন ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। এরপরই ইমরান খানের পরামর্শে পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি। এরপর বিষয়টি পাকিস্তানের সর্বোচ্চ আদালতে যায়। টানা ৫ দিন শুনানির পর ৭ এপ্রিল আদালত অনাস্থা প্রস্তাব খারিজের আদেশ ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেন এবং ৯ এপ্রিল সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজনের নির্দেশ দেন। ভোটে ৩৪২ জন সদস্যের মধ্যে ১৭৪ জন সদস্য ইমরান খানের প্রতি অনাস্থা ভোট দেন। এর মাধ্যমে দেশটির ইতিহাসে প্রথম কোনো প্রধানমন্ত্রীকে অনাস্থা ভোটে হেরে ক্ষমতা ছাড়তে হলো। একইসঙ্গে পাকিস্তানের নির্বাচিত একজন প্রধানমন্ত্রীও এখন পর্যন্ত মেয়াদ পূর্ণ করতে পারলেন না। সূত্র: ডন

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
ভারতীয় হৃদয়ে প্রাণ বাঁচল পাকিস্তানি তরুণীর
বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই : পাকিস্তানের প্রধানমন্ত্রী
পাকিস্তানের সংসদ ভবনে জুতা চুরি, খালি পায়ে ফিরলেন এমপিরা
X
Fresh