• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

ইতালিতে চলছে রাষ্ট্রীয় শোক

অনলাইন ডেস্ক
  ২৭ আগস্ট ২০১৬, ১২:৪৬

ইতালিতে শক্তিশালী ভূমিকম্পে নিহতদের স্মরণে একদিনের রাষ্ট্রীয় শোক চলছে। দেশজুড়ে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় জরুরি অবস্থা জারি করা হয়েছে। পুনর্গঠনে পাঁচ কোটি ইউরো বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত আরকোয়াতা শহরে রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিবেন তিনি।

এদিকে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮১ জনে। ধ্বংসস্তুপের ভেতর থেকে জীবিত উদ্ধার করা গেছে ২৩৮ জনকে। আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন প্রায় চারশো । এদের মধ্যে ৪০ জনের অবস্থা আশঙ্কাজনক।ভূমিকম্পে ঘর হারিয়েছেন দু'হাজারের বেশি মানুষ।

অনেককেই তাঁবুতে রাতযাপন করতে হচ্ছে। আরকোয়াতা দেল ত্রন্তো এলাকার বাসিন্দা আনা মারিয়া সিউক্কারেল্লি বলেন, খুব কঠিন এ পরিস্থিতি। দিনের বেলা তাপমাত্রা প্রচণ্ড উষ্ণ আর রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা।’
উদ্ধার অভিযানে কাজ করছেন পাঁচ হাজার কর্মী। গেল বুধবারের পর শুক্রবার পর্যন্ত ৯২০টিরও বেশি পরাঘাত (আফটার শক) অনুভূত হয়েছে। এসব পরাঘাতে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

স্নিফার কুকুরের সহায়তায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অন্য এলাকাগুলোর মতো পর্যটন আকর্ষী আমাত্রিস শহরেও অনুসন্ধান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত কাউকে উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসছে বলে আশঙ্কা জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

এপি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh